<p>আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার (২ মে)। নির্ধারিত সময় শেষে এ ধাপের ভোটে মোট ১ হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।</p> <p>আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপের সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।</p> <p>তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে ১২২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৬ মে থেকে ৮মের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে।</p> <p>ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, এ ধাপে ২১ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। বাকি উপজেলাগুলো স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।</p> <p>ষষ্ঠ উপজেলা নির্বাচনে চার ধাপে ৪৭৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী, ১৪৮ উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ মে। এই ধাপের নির্বাচনে প্রচার চলছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এক হাজার ৬৯৩ জন। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। এ ধাপে প্রার্থী হয়েছেন মোট ১ হাজার ৮২৮ জন। </p> <p>আর চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫ উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে।</p>