দুরবস্থা
সন্ধিনিষ্পন্ন ‘দুরবস্থা’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত। এটি একটি বিশেষ্যবাচক শব্দ। দুরবস্থা শব্দের অর্থ দুর্দশা, মন্দ অবস্থা, দরিদ্র অবস্থা, অসহায় অবস্থা ইত্যাদি। শব্দটির গঠনরূপ এ রকম : [দুর্+অবস্থা=দুরবস্থা]।
বিজ্ঞাপন
অনেকেই দুরবস্থা লিখতে বা বলতে গিয়ে ব্যবহার করেন দূরাবস্থা কিংবা দুরাবস্থা। দূরাবস্থা বা দুরাবস্থা দুটিই ভুল শব্দ। সন্ধির নিয়মে অ-কারের পর অ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। আ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। কিন্তু এখানে তা হবে না। কারণ সংস্কৃত ‘দুর্’ উপসর্গের শেষে হসন্তযুক্ত ( ্) র আছে, হসন্তর ( ্) সঙ্গে সন্ধি হলে আ-কার হয় না, এখানেও হয়নি। তাই লিখতে বা বলতে হবে ‘দুরবস্থা’—‘দূরাবস্থা’ বা ‘দুরাবস্থা’ নয়।