kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

মহব্বত আলীর একদিন

মাহফুজা মাহবুব, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহব্বত আলীর একদিন

মুহম্মদ জাফর ইকবাল

প্রাচীন ভারতে আচার্য শব্দটি ব্যবহার করা হতো মহাত্মা শিক্ষাগুরুকে বোঝাতে; যিনি নিজে আচরণ করেন এবং অন্যকে শেখান। আর আচার্যের সহকারীকে অভিহিত করা হতো উপাচার্য বলে।

অথচ এমনই এক উপাচার্যের মদদে একটি শিক্ষায়তনে সংঘটিত হয় এক গর্হিত অপরাধ। উপাচার্য নিজের মতনই অমেরুদণ্ডী স্তাবকগোষ্ঠী তৈরি করে বিশ্ববিদ্যালয়জুড়ে।

বিজ্ঞাপন

যার ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষা। কিন্তু শিক্ষার্থীরা দেখায় তাদের একতা আর অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার নজির? ভিসি মহব্বত আলীর কুকর্মের মুখে ঘৃণার থুথু নিক্ষেপ করতে সমর্থ হয় প্রজন্ম। পাঠক জানতে পারে কিভাবে সমাজ বিনির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান সময়ের সঙ্গে অধঃপতিত হয়েছে এই দেশে। এমনই বাস্তবতার স্বরূপ প্রকাশের আখ্যান মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস, ‘মহব্বত আলীর একদিন’। উপন্যাসের পাতায় পাতায় জীবন্ত হয়ে ওঠা মহব্বত আলী এবং তার অন্যায়ের রাজত্বের সঙ্গে পরিচিত হয়ে প্রজন্ম যেন বারবার তাদের প্রতিহত করার সাহস পায়, সেই অনুপ্রেরণা জোগায় এই গ্রন্থটি।সাতদিনের সেরা