kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

ভুল-ঠাটে গান্ধার

হারিসুল হক

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিরিষ বনে মাতাল পাতার নাচ

উতল হাওয়ায় কাঁপছে উত্তরীয়

নদীর কাছে পৌঁছে যদি মেঘ

পারলে তাকে অতল আশীষ দিও

 

আকাশ আমার জোর ফলাচ্ছে খরা

নদীর পানি মেলছে তপ্ত পাখা

কাতর নাওয়ের ভাঙা গলুইটিও

বোবা এখন ... ...

সময় পেলে কুশলটুকু নিও

 

জীবন যেন নদীর নুলো ঢেউ

আছড়ে পড়ে চূর্ণ কাচের মতো

স্বপ্ন যেন ভুল-ঠাটে গান্ধার

অস্থি খুঁড়ে তামার কবজ খুঁজোসাতদিনের সেরা