kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

আন্নাকে কেন মরতে হলো?

ফারহানা বাশার স্বর্ণা, শান্তি ও সংঘর্ষ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআন্নাকে কেন মরতে হলো?

‘আন্না কারেনিনা’ উপন্যাসে লেভ তলস্তয় দেখিয়েছেন, মানুষের বিবেকই সবচেয়ে বড় বিচারক, পরিবেশ নয়। সেন্ট পিটার্সবার্গের অভিজাত সমাজের রুচিশীল আন্না। অসম্ভব সুন্দরী, তীক্ষ বুদ্ধি ও মেধাসম্পন্না। স্বামীর সঙ্গে নিরুত্তাপ সম্পর্ক টেনে চলে সন্তানের দিকে চেয়ে। প্রেমহীন জীবন তার। শান্ত জলাশয়ের মতো স্থির। কারণ তার স্বামী ‘একটা নিয়মে চালিত যন্ত্রবিশেষ’। এক পর্যায়ে তার জীবনে আসে ভ্রনস্কি। নানা চড়াই-উতরাইয়ের পর তাদের জীবন তছনছ হয়ে যায়। অন্যদিকে লেভিন আদর্শবাদী, অন্তর্মুখী, জীবনজিজ্ঞাসু যুবক। গ্রামীণজীবনের সরল জীবনপথে হাঁটতে পছন্দ তার। কিটি নামের শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে, নানা সংশয়, বিভ্রান্তি আর আত্মিক টানাপড়েনের মধ্য দিয়ে জীবনের একটা অর্থ খুঁজে পেতে চেষ্টা করে সে। চমৎকার এই উপন্যাসের কলেবর বিশাল। চরিত্র অনেক। ভালোবাসার গল্পের মধ্য দিয়ে উপন্যাসে রাশিয়ার উঁচুতলার রাজনীতি, ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি তুলে ধরেছেন লেখক। শেষে পাঠকের মনে একটা প্রশ্ন উঁকি দিয়ে যায়, আন্নাকে কেন মরতে হলো?সাতদিনের সেরা