kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসপরিবারে

সংস্কৃত ভাষা থেকে আগত সপরিবারে শব্দের অর্থ স্ত্রী-পুত্র-কন্যাদির সঙ্গে, স্বামী-পুত্র-কন্যাদির সঙ্গে, পরিবারের সঙ্গে ইত্যাদি। শব্দটির গঠনরূপ এ রকম : [সহ+পরিবার=সপরিবার]। যদি লেখা হয় আপনি সপরিবারে আমন্ত্রিত, তার অর্থ দাঁড়ায় আপনি পরিবারসহ আমন্ত্রিত। বিশেষণবাচক সপরিবার লিখতে অনেকেই ‘স’ স্থলে ‘স্ব’ লিখে থাকেন। কিন্তু যা বোঝাতে চান বক্তা,  ‘স্ব’ লিখলে তা কিছুতেই হয় না। কেননা স্বপরিবার অর্থ নিজ পরিবার। পরিবার তো নিজেরটাই হয়, অন্য পরিবার আছে নাকি? ‘স’ এখানে ‘সহ’ অর্থ জ্ঞাপন করে, নিজ অর্থ নয়।সাতদিনের সেরা