kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ঘুম

আসিফ নূর

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘুম এক অথই সাগর।

 

একদিন আমি এই সাগরে ডুব দিলে সহসাই

গভীরে তলিয়ে যেতে যেতে পৌঁছে যেতাম পাতালপুরে।

সেখানে পারিজাত-বাগানে স্বপ্নের দারুণ উৎসবে

নানারঙা মাছেদের সাথে চলত জলকেলি।

 

এখন ঘুমসাগরে ডুব দিলে আগের মতো পাতালে

তলিয়ে যাওয়া দূরে থাক, গভীরেই পৌঁছাতে পারি না;

মৃদু একটি শব্দের টোকাতেই ঘুম ভেঙে আঁতকে জেগে উঠি।

 

অতশত দুশ্চিন্তার পেরেক-গাঁথা মাথা নিয়ে

ঘুমদেশে শান্তিভ্রমণ একেবারেই অসম্ভব।সাতদিনের সেরা