kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

এখন আমরা ভিন্ন

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখন আমরা ভিন্ন

রাখো এই সব ‘ভাসুর-ভাসুর খেলা’

এখন প্যাডের মতো যত্রতত্র পড়ে থাকে ব্যবহৃত মাস্ক।

হাবিল-কাবিলের মতো বাতাস আর আমি সহোদর ছিলাম

এখন আমরা ভিন্ন।

‘বহু ঘুঘু জন্মসত্তা ভুলে কবুতর হয়ে যাচ্ছে’।

 

বিকেল আমাদের ত্যাজ্য বোন; মা ভিন্ন, মাতৃভাষাও

বীজ এবং গণিতের সাথে বন্ধুত্ব নেই

সৌন্দর্যের সাথে সখিত্ব নেই।

নিধর্মী চাঁদের সাথে জোছনার দূরত্ব

মূল লেখার সাথে অনুবাদের সোশ্যাল ডিসটেনস!

 

আকাশের সীমা নিয়ে পাখি আর প্লেনের মামলায়

মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

তবু আর্মি স্টেডিয়ামে চলছে—ভাসুর ভাসুর খেলা!সাতদিনের সেরা