kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ঘাসের ঢিবির গভীর থেকে

মামুন খান

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ধ্যা নামতে না নামতেই

মাছের কপকপ মিউজিক বাজত যে গাঙে

তার পারে মাঝে মাঝে গিয়ে বসে থাকে

মায়ের ছোট সন্তান।

 

এই গাঙে মাছ ধরত মামুন। মা তা রান্না করত।

ঝাল তেল নুন কখনো বেশি বা কম হতো না।

মামুন ওই সব স্বাদ ও ঘ্রাণের লোভে

গাঙের পারে এখনো গিয়ে বসে থাকে।

 

যেখানে বসে থাকে তার পেছনে

ঘার ঘোরালেই ক্ষেতের কোনার ঘাসের ঢিবির গভীর থেকে

কে যেন বলে—পুত রাত জাগিস না।

যা, ঘুমা গিয়া।সাতদিনের সেরা