kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুদ্ধাশুদ্ধি

স্কুল পর্যায়ে প্রশ্নপত্রে প্রায়শই দেখা যায় এমন প্রশ্ন : শুদ্ধাশুদ্ধি নির্ণয় করো। এখানে শুদ্ধাশুদ্ধি শব্দটি ব্যাকরণসম্মত নয়। শুদ্ধি ও অশুদ্ধি এই শব্দদ্বয় সন্ধিনিষ্পন্ন হয়ে রূপান্তরিত হয় শুদ্ধ্যশুদ্ধি রূপে। কিন্তু অবলীলায় ব্যবহৃত হতে দেখা যায়, বলতে শোনা যায় শুদ্ধাশুদ্ধি শব্দ। ব্যাকরণের নিয়মটা এ রকম : ই-কার কিংবা ঈ-কারের পরে ই, ঈ ছাড়া যদি অন্য স্বরবর্ণ আসে, তবে উভয় মিলে য-ফলা হয়। যেমন : অতি+অন্ত=অত্যন্ত; অতি+অধিক অত্যধিক; আদি+অন্ত=আদ্যন্ত। একই নিয়মে হবে শুদ্ধি+অশুদ্ধি=শুদ্ধ্যশুদ্ধি। অন্যদিকে শুদ্ধাশুদ্ধ ব্যাকরণসম্মত। এ ক্ষেত্রে সন্ধি সম্পন্ন হয়েছে এভাবে : শুদ্ধ+অশুদ্ধ=শুদ্ধাশুদ্ধ।

মন্তব্য