পথিক আমি এক পাথারে,
পথে পথে ফুরাই আমারে।
জলেরা কুটুম্পিতা করুক—
বায়ুতে ওড়াই আজ শোক।
গাঙচিলে সুখ সুখ উড়ে,
দুঃখ আছে দিগন্তের পুরে?
মেরিনার তীরে আমি সে কী,
ভোর নিতে সূর্যডোবা দেখি।
সূর্য তো মৃত্যু শেখায় রোজ,
এসেছি নিতে বাঁচার খোঁজ!
সিন্ধুতীরে শিখি কলরব,
সঙ্গে তবু মৃত্যুরই শব!
ফেনার মতো জেগেছি আমি,
মজে যেতে পৃথিবীতে নামি।
মন্তব্য