কবি লিখল ভোরের আকাশ
আর সাথে সাথে জানালায় গলা বাড়িয়ে দিল সূর্য
লিখল স্রোতস্বিনী নদী
শব্দের ভেতর থেকে বেরিয়ে
নদী ছুটল সমুদ্রে
এলো রুপালি মাছের কথা
সাথে সাথে লাফিয়ে নদীতে
গিয়ে পড়ল
লিখল যখন খাঁচায় বন্দি
পাখির দীর্ঘশ্বাস
অমনি খাঁচা খুলে গেল
আর উড়াল দিল সে
ঝাঁকড়াচুলো গাছের সৌন্দর্য তুলে ধরতেই গাছ হেঁটে অরণ্যের দিকে
চলে গেল
কতই না বিস্ময়কর গল্প থাকে কবিতায়
চিরচেনা শৈশবের পথের কথা এলে
পথ সোজা নেমে গেল দিগন্তে
কবি পথে নামল
আর পিছু নিল সন্দেহ
কবি লিখল প্রতিবাদ
ভেতর থেকে বেরিয়ে এলো
জলকামান-টিয়ার গ্যাস
আর একদল রাষ্ট্ররক্ষী
ঘিরে ফেলল তাকে
মন্তব্য