kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

কথার সমুদ্দুর

নিলয় গোস্বামী

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসে প্রথম সম্ভাষণ,

মেঘলা সকালে হলুদ নদীর ঘাটে

চোখ পড়ে ছিল, রোদের শাসন ভেঙে

তুমি দাঁড়িয়ে থেকেই আকাশ নামাও হাতে

আমার ঝড়ের সাথে চুক্তিনামা বৃষ্টি আসে নেমে।

 

প্রথম স্নানের পরে, ভেজা বাতাসের ওম

আগলে রেখেছে মসৃণ অনুভব

ঘাসজল ছুঁয়ে ফেরারি মনের সুর

স্নিগ্ধ রোদের আবেশ ভিজায় কথার সমুদ্দুর।

 

ঢেউয়ের যতটা ঋণ, আগলে রেখেছে নদী

সময় তখন জমে আছে কোষাগারে

আমাদের কত গল্প রয়েছে ওখানে

কেউ জানতে পারেনি এসব বৃষ্টি নামার আগে।

 

জমে থেকো মনে স্মৃতি অনশনে গোধূলি নামার পরে

মায়াবী রাতের আঁচল নামিয়ে, রচে নেব আনমনে।

মন্তব্যসাতদিনের সেরা