kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

বই বিক্রি ধীরে ধীরে বাড়ছে

রাজিয়া রহমান জলি, জাগৃতি প্রকাশনী

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবই বিক্রি ধীরে ধীরে বাড়ছে

গত মেলার পর থেকেই সৃজনশীল প্রকাশনা খাতে করোনার ধকল চলছে। কোনো রকমে বইমেলা শেষ করা গেলেও বেচাবিক্রি আশানুরূপ ছিল না। মার্চের শেষে লকডাউনে চলে যেতে হয়েছে বলে হিসাব-নিকাশ এবং লেনাদেনাও ঠিকমতো সম্পন্ন করা যায়নি। কর্মচারীদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হয়েছে, অফিস ও গুদাম ভাড়া টেনে যেতে হয়েছে মাসের পর মাস। অথচ বিক্রি পুরোদস্তুর বন্ধ ছিল। মৌলিক চাহিদা মেটানোই যেখানে কঠিন, সেখানে বইয়ের ক্রেতা ছিল খুবই সীমিত। আমরা অনলাইনে বই বিক্রি করি না, তাই এই কমাস বিক্রি ছিল শূন্যের কোঠায়। ধকল কাটিয়ে উঠতে জাগৃতি সরকারের কোনো সহায়তা পায়নি। তবে দীপনপুরসহ কিছু বইয়ের দোকানকে সংস্কৃতি মন্ত্রণালয় এককালীন প্রণোদনা দিয়েছে। আশার কথা হলো, বই বিক্রি ধীরে ধীরে বাড়ছে। নতুন বইয়ের কাজ শুরু করেছি গত মাসে। এর মধ্যে ‘করোনা দিনে নারী স্বাস্থ্য’ শিরোনামে একটা বই বেরিয়েছে। আরো কিছু বই পাইপলাইনে আছে। গেলবারের তুলনায় নতুন বইয়ের সংখ্যা কমবে।

মন্তব্যসাতদিনের সেরা