kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅত্র-তত্র-যত্র

 

‘অত্র’ শব্দের অর্থ এখানে, ‘তত্র’ সেখানে, ‘যত্র’ যেখানে। ‘যত্রতত্র’ যেখানে সেখানে। ‘অত্র’ কখনোই ‘এই’ অর্থে ব্যবহার শুদ্ধ প্রয়োগ হতে পারে না। কিন্তু ‘অত্র অফিস’, ‘অত্র স্থান’, ‘অত্র কলেজ’... এমন ব্যবহার প্রায়ই চোখে পড়ে। শুদ্ধ প্রয়োগ হবে ‘এই অফিস’, ‘এই স্থান’, ‘এই কলেজ’ ইত্যাদি। কাজেই ‘এই’ অর্থে ‘অত্র’ যাতে যত্র তত্র ব্যবহার করা না হয় সেদিকে ভাষা-ব্যবহারকারীকে সতর্ক থাকতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা