kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

ফিওনার ফরোয়ার্ড জয়

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফিওনার ফরোয়ার্ড জয়

ফিওনা বেনসন

গ্রিক পুরাণে বর্ণিত সহিংসতার সঙ্গে আজকের যৌন হয়রানির বিরুদ্ধে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মি টু আন্দোলনের তুলনা করে লেখা কবিতার সংকলন ভারটিগো অ্যান্ড ঘোস্ট। ব্রিটিশ কবি ফিওনা বেনসন এ বইয়ের কবিতায় গ্রিক দেবতা জিউসকে দেখিয়েছেন সিরিয়াল ধর্ষক হিসেবে এবং এতে নারীদের ভয়, বাসনা ও দৃঢ়তার চিত্র প্রকাশ পেয়েছে। বইটি এ বছর কাব্য সংকলন ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ফরোয়ার্ড পুরস্কার জয় করেছে। ১০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কার জয়ের লড়াইয়ে ফিওনা হারিয়েছেন এ বছরের টি এস এলিয়ট প্রাইজের জন্য মনোনীত লেখকদের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ইলিয়া কামিনস্কি ও বিদ্বান রবিন্থিরানের মতো লেখককে।  উত্তর-পূর্ব উইল্টশায়ারের রাউটনে ১৯৭৮ সালে জন্ম নেওয়া ফিওনার প্রথম কাব্যগ্রন্থ ‘ব্রাইট ট্রাভেলারস’ প্রকাশিত হয় ১৯১৪ সালে। ‘ভারটিগো অ্যান্ড ঘোস্ট’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০১৮ সালে ফিওনার ‘রুইন’ কবিতা ফরোয়ার্ডের একক কবিতা ক্যাটাগরিতে এবং ২০১৫ সালে ‘ব্রাইট ট্রাভেলারস’ প্রথম কাব্যসংকলন ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়। এ বছরের ‘ইফ অল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লাভ ওয়্যার ইয়াং’ গ্রন্থের জন্য পাঁচ হাজার পাউন্ডের ফেলিক্স ডেনিস প্রাইজ পেয়েছেন স্টিফেন সেকসটন। আর ‘ফোরটি নেমস’ শিরোনামের কবিতার জন্য একক কবিতার পুরস্কারটি পেয়েছেন আফগান কবি পারওয়ানা ফায়াজ।

 

মন্তব্যসাতদিনের সেরা