kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

বীজাণু ও বিস্ফোরক

মাসুদ খান

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবারুদের ভেতরে বীজাণু ঢুকে ঘটাবেই ঘন বিস্ফোরণ।

দ্রুত, অনিবার্য।

 

সে কারণেই তো চাই অনুপ্রবেশ, বারুদে বীজাণুর—

যাতে ধ্বনির আগেই ঘটে প্রতিধ্বনি

রাগের আগেই জাগে অনুরাগ

স্রষ্টার পূর্বেই ছেয়ে যায় তার সৃষ্টি।

মন্তব্যসাতদিনের সেরা