kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

উপুড় করা হৃদয়

জাহিদ হায়দার

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে(হৃদয় উপুড় করেও সান্ত্বনা নেই : ভিনসেন্ট ভ্যান গঘ)

 

উত্তর                দিশাহারা এক ক্ষত,

জিজ্ঞাসা                       তোমার খবর খোঁজে।  

পটভূমি                        আমার তোমার ঋণ,

স্বাভাবিক                     কবেকার প্রিয় ঋতু।

 

আকাঙ্ক্ষা                      ক্লান্ত ছায়ার পাশে

ছত্রাক,              আমাকে ঢাকছে রোজ।

সহিষ্ণু               হারাবে পথের রেখা,

করণীয়             পাশে দাঁড়াবার রোদ।

 

বিস্তার              শামুকের মুখে বালি,

উত্থান              আকাশ ছুঁয়েছে হাত।

বিপক্ষ               সিঁড়িতে জমায় বিষ,

নিশ্চিত             উৎসে অন্ধকার।

 

পুনশ্চ                জাগরণে ফিরে আসা।

আনন্দ              ফেরাবে অচেনা দেশে,

উষ্ণতা              শীতের রাত্রে তুমি,

বিকল্প               সংহতি খোঁজে ছায়া।

মন্তব্যসাতদিনের সেরা