kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

জননী

রোকসানা আফরীন

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলোকে বলে বিমাতার হাতে বিশ্ব

স্বরবিতান-মোহমায়া, দর্প-অহংকার

শরীরে শিকল, আত্মায় কারাগার

 

স্নেহের কবিতা আমি

ভুলে যেতে চাই

তথাপি স্নেহ চাই, প্রেম চাই,

ভালোবাসা চাই

 

মদির নির্জন বনে

অর্জুন গাছের মতো

আমিও আবার জন্ম নিতে চাই

ভোরের আগুনে আগুনে

কোনো এক অচেনা গাছের গর্ভে—

 

বৃক্ষ আমার জননী

আমি বৃক্ষ ভালোবাসি

সে বড় সবুজ, পাগল, স্নেহময়ী...

 

মন্তব্য