kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

ছবি

আতাহার খান

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমার শরীরে এসে ধাক্কা খায় এক মেয়ে-মানুষের ছায়া, তাকে

কোথাও দেখেছি বলে মনে হয় না, চিনি না— তবু

ভীষণ সমীহ করে বলি, তুমি ভুল পথে এসে গেছো—

ওই দিকে যাও, ক্রিসেন্ট লেকের পাড়ে

লাল সিরামিক ইটে গাঁথা সিঁড়ি বেয়ে নিচে, আরো নিচে

নেমে যাও— কোনো ভয় নেই,

সেখানে নিটোল জলে শীতল বাতাস খেলা করে অবিরাম—

 

ধীরে ধীরে টের পাবে তুমি, লেকের উত্তর পাড় ঘেঁষে

সারিবদ্ধ ঘন সবুজ গাছের পাতাগুলো

নড়েচড়ে ঝরাচ্ছে বিস্ময়—

সেই দৃশ্য দেখে মুগ্ধতায় স্থির হবে দুই চোখ,  

ঠোঁটে আর মুখে নীরবে উঠবে জেগে রূপালি বাসনা।

 

দেখবে সবুজ রঙে ভরা মন নিয়ে সমবয়সীরা 

রয়েছে কী আশ্চর্য সরব,

বিমূর্ত আঁধার নেমে এলে

অপেক্ষার বাঁধ ভেঙে তারা

সৃষ্টির নেশায় হয়ে পড়ে ধ্যানমগ্ন, তারপর

সময়ের ক্যানভাসে এঁকে চলে স্মরণীয় সব ছবি!

মন্তব্যসাতদিনের সেরা