kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

নৃত্যডানা

২১ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘামের পোড়ামাটির সুবর্ণ জীবন

কালের করতোয়ার ফসল নৌকায়

স্বরূপে সৌরভেবীজ সুন্দর মহলে

ভাষার সড়কে পথ খুঁজে কারিগর।

 

যেতে যেতে আহ দৃশ্য! ধানের রচনা

শব্দজীবী পিপাসার ঘরে তৃপ্তি মেলা

পাঠমুগ্ধ আয়নার ঝিলিক সবুজে

প্রজাপতি নৃত্যডানা সূরের মূর্ছনা।

 

কোলাহলে সন্ধ্যাঘ্রাণে মৌমাছির গান

পারাপারে দক্ষন্যায় কলম হাজির

অনাগত চিন্তাভূমি সুরভি আবাস

সৃষ্টির পাঠশালায় পৃথক শহর।

মন্তব্য