ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়িতে যাওয়ার সময় বাবার বাড়ির আঙিনায় স্বামীকে নিয়ে গাছের চারা রোপণ করে নতুন জীবনে যাত্রা করেছেন এক নবদম্পতি। সম্প্রতি উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন শুভসংঘের উদ্যোগে যাত্রাসিদ্ধি গ্রামে এই আয়োজন সম্পন্ন হয়।
জানা যায়, দত্তেরবাজার ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামের হাসেন মিয়ার মেয়ে সানজিদা আক্তারের (২২) সঙ্গে বিয়ে হয় পাশের বিরই গ্রামের খালপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (২৬)। পারিবারিকভাবেই তাঁদের বিয়ে ঠিক হয়।
বর-কনেপক্ষের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। পরে খাওয়াদাওয়া শেষে নববধূকে নিয়ে যাওয়ার সময় শুভসংঘের উদ্যোগে বর দেলোয়ার হোসেন ও কনে সানজিদা আক্তার হাসেন মিয়ার বাড়ির আঙিনায় বিয়ের স্মৃতি হিসেবে দুটি ফলদ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন।
অভিনব এই আয়োজনে বর-কনেপক্ষের স্বজনরা ও এলাকার মানুষ খুবই খুশি হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন দত্তেরবাজার ইউনিয়ন শুভসংঘের সভাপতি মোহাম্মদ একলাছ উদ্দিন, ক্রীড়াবিষয়ক সম্পাদক তমিজ মিয়া, শুভসংঘের বন্ধু আরিফুল, মঞ্জুর মিয়া, রিফাত, মনির প্রমুখ।
দত্তেরবাজার ইউনিয়ন শুভসংঘের সভাপতি মোহাম্মদ একলাছ উদ্দিন বলেন, কালের কণ্ঠ শুভসংঘের এই অভিনব আয়োজনে বর-কনেসহ উপস্থিত সবাই খুব খুশি হয়েছেন।