kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

শুভসংঘের খাবার পেল অসহায় ক্ষুধার্ত মানুষ

মান্নান মিয়াজী   

৩১ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘের খাবার পেল অসহায় ক্ষুধার্ত মানুষ

কালের কণ্ঠ শুভসংঘ বৃহত্তর মিরপুর শাখার উদ্যোগে গৃহহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সম্প্রতি এই খাবার বিতরণে উপস্থিত ছিলেন শুভসংঘ বৃহত্তর মিরপুর শাখার উপদেষ্টা কানন খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, মান্নান মিয়াজী, মিরপুর শাখার সভাপতি মো. মোস্তাকিম বিল্লাহ বিজয়, সাধারণ সম্পাদক সাকিব মুনতাসির রহমান, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রমুখ। আয়োজকরা বলেন, এই করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলায় পথের অসহায় মানুষগুলো পড়েছে খাদ্য সংকটে। তাদের কষ্ট লাঘবের জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে আগামী দিনেও।সাতদিনের সেরা