kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

করোনায় মৃতদের দাফনে এগিয়ে যান শুভসংঘের দুই বন্ধু

আহমেদ উল হক রানা   

৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মৃতদের দাফনে এগিয়ে যান শুভসংঘের দুই বন্ধু

পাবনায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের দাফনে এগিয়ে যান শুভসংঘের দুই বন্ধু শিশির ইসলাম ও দেওয়ান মাহবুব। গত ৮ জুন ইদ্রিস আলী (৫৮) নামে একজনের দাফন করলেন তারা। ওইদিন রাতে নিজ বাড়িতে মৃত্যু হয় ইদ্রিস আলীর। পরদিন দুপুরে শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি শিশির ইসলামের নেতৃত্বে তাঁর দাফন সম্পন্ন হয়। সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব জানান, ইদ্রিস আলী মিয়া প্রায় ১০ দিন যাবৎ জ্বর, সর্দি, হাঁচি-কাশিতে ভুগছিলেন। করোনার এই উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা কেউই মৃতদেহের গোসল বা দাফনে এগিয়ে আসেনি। সংবাদ পাওয়ার পরপরই শিশির ইসলাম শুভসংঘ সদস্য দেওয়ান মাহবুবকে নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে কয়েকজন প্রতিবেশীকে নিয়ে মৃত ব্যক্তির গোসল, জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করেন। এমন আরো কয়েকজন করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করেন শুভসংঘের এই দুই বন্ধু।

মন্তব্যসাতদিনের সেরা