শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয়ে বগুড়া মহিলা কলেজে পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে নিজের রক্তের গ্রুপ জানো কর্মসূচি শুরু হয়েছে। শুভসংঘ বগুড়া জেলা শাখার আয়োজনে সম্প্রতি কলেজ অডিটরিয়ামে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সমাজসেবক এ বি এম জহুরুল হক বুলবুল। অধ্যক্ষ মোকাব্বর হোসেন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল, কালের কণ্ঠ বগুড়া ব্যুরোপ্রধান লিমন বাসার, শুভসংঘ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সিরাজুল ইসলাম ফাইন, আবু তালেবুল হাসান সাবু, মশিউর রহমান জুয়েল, জাকির হোসেন, আল আদল আপন, রাকিব আহমেদ, শুভসংঘ বগুড়া মহিলা কলেজ শাখার সহসভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, সহসভাপতি মাবিয়া হোসাইন বিন্তু, সাধারণ সম্পাদক ইরা মণি, সদস্য তাসনিয়া রহমান সওদা, মিনা খাতুনসহ কলেজের তিন শতাধিক শুভার্থী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ।
বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
- জেলার পাঁচ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হবে
শিশির মোস্তাফিজ

ডা. শফিক আমিন কাজল রক্তের গ্রুপ নিয়ে সবাইকে সচেতন করেন এবং থ্যালাসেমিয়াসহ নানা ব্যাপারে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন। ভবিষ্যতে শুভসংঘের সঙ্গে থেকে শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এ সময় শুভসংঘ বগুড়া জেলা শাখার আয়োজনে বিনা মূল্যে পাঁচ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের ঘোষণা দেন লিমন বাসার। শিক্ষার্থীদের নিজ নিজ রক্তের গ্রুপ নির্ণয়ে কাজ করেন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট শামসুল আল-আমিন।
সম্পর্কিত খবর

বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ
- মো. মিজানুর রহমান, ওসি, পাটগ্রাম থানা লালমনিরহাট

প্রান্তিক পর্যায়ের সীমান্ত এলাকার দারিদ্র্যপীড়িত, অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তারা পিছিয়ে পড়া নারীদের জন্য যে কাজ করছে, সেটা প্রশংসাযোগ্য। আমি দাবি জানাই, আমাদের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যেন বসুন্ধরার মতো অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসে। যারা এ ধরনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কাজ করবে, তাদের সাহায্য করবে।

নিঃসন্দেহে মহৎ কাজ
- দীন মোহাম্মদ আসাদুল্লাহ্, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট

গ্রামীণ দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ যে কাজগুলো করছে, এটা নিঃসন্দেহে অনেক মহৎ কার্যক্রম। কারণ ছিন্নমূল, অসহায়, দুস্থ নারীদের মধ্যে প্রশিক্ষণ শেষে উপহার হিসেবে সেলাই মেশিন বিতরণ ব্যতিক্রমী আইডিয়া। এই মেশিনই একদিন অসচ্ছল নারীদের বাঁচার অবলম্বন হয়ে দাঁড়াবে। এ ধরনের উদ্যোগ আমার দেখা সব ভালো কার্যক্রমের মধ্যে একটি।

মেশিনটি একটি পরিবারের বাঁচার অবলম্বন
- মো. মাহমুদুন-নবী, ওসি, হাতীবান্ধা থানা লালমনিরহাট

বিনামূল্যে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ আধুনিক ও টেকসই আইডিয়া। এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলার নারীদের, বিশেষ করে অনগ্রসর নারীদের জীবন ও জীবিকা এগিয়ে নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানাই। এটি অত্যন্ত মহতী একটি উদ্যোগ। ভবিষ্যতেও এই শিল্পগোষ্ঠী তাদের মহৎ কাজগুলো আরো বেগবান করবে—এমনটাই আশা করি।

বসুন্ধরাকে দেখে অন্যরাও এগিয়ে আসুক
- মনোয়ার হোসেন লিটন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাটগ্রাম উপজেলা শাখা, লালমনিরহাট

সেলাই মেশিন প্রদানের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘ অসহায় সুবিধাবঞ্চিত নারীসমাজকে এগিয়ে নিতে যে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা অনুকরণীয় ও অনুসরণীয়। তাদের সাধুবাদ জানাই। বসুন্ধরা তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে, এটাই কামনা করছি। পাশাপাশি সব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসার আহবান জানাই।