kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ছিন্নমূল শিশুদের নতুন পোশাক দিল চাঁদপুর শুভসংঘ

সাখাওয়াত ইমন   

১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেছিন্নমূল শিশুদের নতুন পোশাক দিল চাঁদপুর শুভসংঘ

চাঁদপুরে ছিন্নমূল শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন জেলা শুভসংঘের বন্ধুরা

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়িয়েছেন শুভসংঘ চাঁদপুর জেলা শাখার বন্ধুরা। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে সনাতন ধর্মের ছিন্নমূল শিশুদের মধ্যে নতুন পোশাক তুলে দিয়েছেন তাঁরা। শহরের প্রাচীন বিদ্যাপীঠ গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভালোবাসায় বঙ্গবন্ধু এবং শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রায় অর্ধশত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, কালের কণ্ঠ’র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, শিক্ষক ও সংগঠক রাসেল হাসান, শুভসংঘ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, সমাজসেবক অনুকূল চন্দ্র রন্টি পোদ্দার, তারুণ্যের অগ্রদূতের সভাপতি নাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক নুরুল কাদের প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মিথুন ত্রিপুরা। শুভসংঘের এমন মানবিক কাজে সার্বিক সহযোগিতা করেছে তারুণ্যের অগ্রদূত।

অনুষ্ঠানের শুরুতে ভালোবাসায় বঙ্গবন্ধু শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণচিত্র প্রদর্শন শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, আমাদের ভালোবাসায় মিশে আছেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সেই চেতনা নিয়ে সবার মুখে হাসি ফোটানো আমাদের লক্ষ্য। তাই যেকোনো উৎসব পার্বণে সবার মুখে আমরা হাসি দেখতে চাই। ছিন্নমূল শিশুদের মধ্যে নতুন পোশাক তুলে দিয়ে শুভসংঘ এই কাজটি সম্পন্ন করতে পেরেছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শুভসংঘ ও তারুণ্যের অগ্রদূতের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা