<p> কালের কণ্ঠ শুভসংঘ ও এপেক্স বাংলাদেশের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উন্মুক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনার বিষয় 'নদী ও আমাদের পরিবেশ'। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা সমমূল্যের বই, দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা সমমূল্যের বই, তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা সমমূল্যের বই, বিশেষ পুরস্কার এক হাজার টাকা সমমূল্যের বই পাবেন পাঁচজন। রচনা পাঠানোর শেষ সময় ১৫ মে, ২০১৫। এক হাজার শব্দের মধ্যে একটি রচনা লিখে যে কেউ পাঠিয়ে দিন নিচের ঠিকানায়- শুভসংঘ, কালের কণ্ঠ, বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯।</p> <p>  </p>