সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে শুটিং চলছিল ছবিটির। জানা গেছে, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই বড়সড় চোট পান কিং খান। তাঁর আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দুয়েক শুটিং করতে পারবেন না।
দুই মাস শুটিং করতে পারবেন না শাহরুখ
রংবেরং ডেস্ক

ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়ই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিংয়ের দিকেই নজর দর্শক-অনুরাগীদের। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো বড় তারকাদের দেখা যাবে।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
মারিসান

২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল ছবি ‘মারিসান’। বক্স অফিসে সুবিধা করতে না পারলেও সমালোচকের প্রশংসা পেয়েছিল। শুক্রবার এটি এসেছে নেটফ্লিক্সে। চুরি করা দয়ার নেশা।

চলচ্চিত্র
পাষাণ

অভিনয়ে ওম, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর। পরিচালক সৈকত নাসির। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : রনি একজন ভাড়াটে খুনি।

টিভি হাইলাইটস
প্রেমের কোনো কারণ নেই

এনটিভিতে দুপুর ১টায় রয়েছে একক নাটক ‘প্রেমের কোনো কারণ নেই’। রচনা আব্রাহাম তামিম, পরিচালক রুবেল আনুশ। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া, মোমেনা চৌধুরী প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে এনটিভি।
পিট বুলস অ্যান্ড প্যারোলিস
পিট বুল জাতের কুকুরদের উদ্ধার, পুনর্বাসন ও দত্তক দেওয়ার কাজ করে ভিলালোবোস রেসকিউ সেন্টার। আর সেখানে কাজ করে কারাজীবন শেষ করা কিছু সাবেক আসামি। তাদের নিয়েই টিভি সিরিজ ‘পিট বুলস অ্যান্ড প্যারোলিস’। আজ দুপুর ১টা ও ২টায় এর দুটি পর্ব দেখানো হবে এনিম্যাল প্লানেটে।

অল্প কথায়
গানেও মন জয় করলেন অনীত

বলিউড এখনো ‘সাইয়ারা’ জ্বরে ভুগছে। ছবির অভিনেত্রী অনীত পড্ডা লাখো তরুণের মন জয় করেছেন। এবার গেয়েও সাড়া ফেলেছেন। রবিবার ২৩ বছর বয়সী এই অভিনেত্রী ছবির টাইটেল ট্র্যাকের একটি আনপ্লাগড ভার্সন পরিবেশন করেন।