ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৭
ছবিতে সংবাদ

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফকরুল

শেয়ার
ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফকরুল

লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবদন্তী এই শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান, নিশ্চিত করেছেন হাসপাতালটির হেড অব ব্র্যান্ড সি.এফ জামান। এ সময় মির্জা ফকরুলের সঙ্গে ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ফরিদা পারভীন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক অমূল্য রত্ন। লালনসংগীতে তিনি অদ্বিতীয়া, দেশের মানুষের ভালোবাসায় আবদ্ধ এক মহান শিল্পী। বর্তমানে তিনি কিডনি জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার।
এ সময় ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপও কামনা করেন বিএনপির মহাসচিব।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

কণ্ঠশিল্পী তাবিজ ফারুক নিখোঁজ। ২ আগস্ট থেকে তাঁকে খুঁজে পাচ্ছে না পরিবারের সদস্যরা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আটটি কনসার্ট করবেন আসিফ আকবর ও আতিয়া আনিসা। এ মাসের শেষ সপ্তাহে তাঁরা যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

আসিফ জানিয়েছেন, শোয়ের সংখ্যা আরো বাড়তে পারে।

হৃতিক রোশান ও এনটিআর জুনিয়রের ওয়ার ২ অগ্রিম টিকিট বুকিংয়ে দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে চার লাখ ২৫ হাজার টিকিট বুকিং হয়েছে ছবিটির।

প্রায় ১০ বছর পর পর্দায় ফিরছেন টালিগঞ্জের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী।

আজ মুক্তি পেতে যাওয়া ধুমকেতু ছবিটি অগ্রিম টিকিট বুকিংয়েও করেছে বাজিমাত। পশ্চিমবঙ্গের হল মালিকরা শো টাইমও বাড়িয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

কোর্ট কাচারি

শেয়ার
কোর্ট কাচারি
‘কোর্ট কাচারি’ সিরিজের দৃশ্য

গতকাল সনি লিভ-এ এসেছে রুচির অরুণের সিরিজ কোর্ট কাচারি। হরিশ মাথুর এক নামজাদা আইনজীবী। তার ইচ্ছা, ছেলে পরমও ওকালতি করুক। কিন্তু আইন পেশায় কোনোভাবে মানিয়ে নিতে পারে না পরম।

বাবার নিয়মের বেড়াজাল আর আদালতের ঝক্কি ছেড়ে নিজের মতো বাঁচতে চায় সে। সিরিজটির অভিনয়ে আছেন পবন মালহোত্রা, আশিষ বার্মা, পুনীত বাত্রা, কিরণ খোজে প্রমুখ।

মন্তব্য

চলচ্চিত্র

শেয়ার
চলচ্চিত্র
‘স্বপ্নের ঠিকানা’ ছবিতে শাবনূর, সোনিয়া ও সালমান শাহ

স্বপ্নের ঠিকানা

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, সোনিয়া প্রমুখ। পরিচালনা এম এ খালেক। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : সুমন, সুমী ও ফারহাতিন স্কুলবন্ধুর ত্রিভুজ প্রেমের গল্প।

সুমন ধনী ঘরের সন্তান। ভালোবাসে সুমীকে। সুমী গরিব ঘরের সন্তান, ফুল বিক্রি করে সংসার চালায়। ফারহা পড়াশোনার জন্য বিদেশ চলে যায়।
ভালোই চলছিল সুমন-সুমীর প্রেম। বাধা হয়ে দাঁড়ায় বিদেশ-ফেরত ফারহা। সেও ভালোবাসে সুমনকে। কিন্তু সুমন সায় দেয় না।
ফারহার বাবা সুমীর ফুলের দোকান ভেঙে-গুঁড়িয়ে দেয়, গুণ্ডা দিয়ে সুমনকেও মেরে অজ্ঞান করে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলা সুমনের সঙ্গে ফারহার বিয়ের দিন ঠিক হয়। বিয়ের আসরে প্রেমের দাবি নিয়ে হাজির হয় সুমী।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘মান-অভিমান’ ধারাবাহিকের দৃশ্য

মান-অভিমান

দীপ্ত টিভিতে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক মান-অভিমান। ২০১৯ সালের নাটকটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি আবারও দেখানো হচ্ছে এটি। চিত্রনাট্য নাসিমুল হাসান, পরিচালনা রাজু খান।

অভিনয়ে রোজী সিদ্দিকী, অশোক বেপারি, শিবলী নোমান, ইফফাত আরা তিথি, কাজী রাজু প্রমুখ।

 

যুদ্ধের বাণিজ্য

বিশ্বের বৃহত্তম যুদ্ধাস্ত্রের ব্যবসা যুক্তরাষ্ট্রের। দেশটির গণতন্ত্র এবং বিশ্বের ওপর এর কেমন প্রভাব পড়ছে, তা গভীরভাবে অনুসন্ধান করেছেন হিন্দ হাসান। তার অনুসন্ধানী প্রতিবেদন বিজনেস অব ওয়ার : দ্য ট্রিলিয়ন ডলার ওয়ার মেশিন দেখানো হবে আল-জাজিরায় রাত ৮টা ৩০ মিনিটে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ