অভিনেত্রী মনিকা বারবারোর সঙ্গে প্রেম করছেন অ্যান্ড্রু গারফিল্ড, এমন গুঞ্জন অনেক দিনের। কিন্তু জুতসই প্রমাণ মিলছিল না। এবার টেনিসের বিখ্যাত আয়োজন উইম্বলডনে হাজির হয়েই যেন প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা। রবিবার লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকোয়েট ক্লাবের মাঠে উপস্থিত হয়েছিলেন পর্দার স্পাইডার-ম্যান এবং তাঁর প্রেমিকা মনিকা।
মনিকায় মজলেন স্পাইডার-ম্যান
রংবেরং ডেস্ক

চলতি বছরের প্রথম দিকে লন্ডন থিয়েটারে একসঙ্গে দেখা গিয়েছিল গারফিল্ড-মনিকাকে।
প্রেম নিয়ে অবশ্য দুজনের কেউই মুখ খুলছেন না। গত বছরের এক সাক্ষাৎকারে গারফিল্ড বলেছিলেন, ‘কারো সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও কিছু বলিনি, সামনেও বলব না।’ এদিকে শোনা যাচ্ছে, গারফিল্ড ও মনিকাকে একসঙ্গে দেখা যাবে ‘আর্টিফিসিয়া’ ছবিতে। এটি বানাবেন ‘চ্যালেঞ্জারস’ নির্মাতা লুকা গুয়াদাগনিনো।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ফল ফর মি

গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোমান্টিক থ্রিলার ‘ফল ফর মি’। লিলি হঠাৎ করে তার বোন ভ্যালেরিয়াকে দেখতে যায়। গিয়ে শোনে, ফরাসি তরুণ মানুকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে সে। কিন্তু ঘটনাটি স্বাভাবিক মনে হয় না লিলির।

চলচ্চিত্র
বাদশা-দ্য ডন

অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাশ, রজতাভ দত্ত। পরিচালনা বাবা যাদব। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : লোকে ডাক্তার-ইঞ্জিনিয়ার-পাইলট কত কী হতে চায়।

টিভি হাইলাইটস
‘স্টার নাইট’-এ অপু বিশ্বাস

আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে রয়েছে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এবারের অতিথি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলবেন তিনি। বলবেন ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানা রকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প।
১০১ ইস্ট
অনেক দিনের অভিযোগ, ভারতে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এসব নিয়ে অনেক আলোচনা, সমালোচনা ও প্রতিবাদও হয়েছে। অভিযোগগুলো কতটা সত্যি, এর নেপথ্যে কী রয়েছে, সেসব অনুসন্ধান করেছে আল জাজিরা টিম।

অল্প কথায়
‘খোয়াবনামা’ আসবে ২৮ আগস্ট

ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’ মুক্তি পাবে ২৮ আগস্ট। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা মানে স্বপ্নের আখ্যান, স্বপ্নের ব্যাখ্যা; গল্পের প্রয়োজনেই নামটা রেখেছি। এটা রোমান্স-ট্র্যাজেডি জনরার কাজ।