‘চলো হারিয়ে যাই’-এর বিষয়বস্তু কেমন?
নামের মধ্যেই গল্পের আভাস রয়েছে। আমাদের মাঝেমধ্যে জীবনের নানা হতাশা, ফ্রাস্টেশন ছুড়ে ফেলে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে না? সে বিষয়টাই আছে গল্পে। গল্পটা শোনার পরই আমার দারুণ লেগেছে। কারণ এটা আমাদের সবার গল্প।
‘চলো হারিয়ে যাই’-এর বিষয়বস্তু কেমন?
নামের মধ্যেই গল্পের আভাস রয়েছে। আমাদের মাঝেমধ্যে জীবনের নানা হতাশা, ফ্রাস্টেশন ছুড়ে ফেলে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে না? সে বিষয়টাই আছে গল্পে। গল্পটা শোনার পরই আমার দারুণ লেগেছে। কারণ এটা আমাদের সবার গল্প।
শুটিং অভিজ্ঞতা কেমন ছিল?
এপ্রিলের দিকে শুটিং করেছিলাম। নাটকটিতে পর্যটনের দিকটা দারুণভাবে ফুটে উঠেছে। আমরা সবাই ট্রেনে চড়ে কক্সবাজার গিয়েছিলাম, সেখানে নানা জায়গায় শুটিং।
ট্রেনে শুটিং করতে বেগ পেতে হয়নি?
আগে একবার ট্রেনে শুটিং করতে হিমশিম খেতে হয়েছিল। যাত্রীরা কৌতূহলী হয়ে ভিড় করে। তবে এই নাটকের জন্য আলাদা একটি বগি যোগ করা হয়েছিল ট্রেনে।
এ নাটকে আবুল হায়াত ও দিলারা জামানের মতো দুজন কিংবদন্তি অভিনয়শিল্পী আছেন।
প্রথমে এখানে পাবলিকলি তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। কারণ নাটকটির জন্য তাদের এতদূর ট্রাভেল করতে হয়েছিল। ভোর ৬টায় ট্রেনে ওঠা, কক্সবাজার গিয়ে নামা। এরপর সেখানে আবার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, প্রায় দুই ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। এত ঝক্কি-ঝামেলার পরও এক মুহূর্তের জন্যও তাঁরা বিরক্ত হননি। এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং একই সঙ্গে অনুতপ্ত।
তাঁরা দুজনেই ৮০ পেরনো মানুষ। এখনো নিয়মিত কাজ করছেন। তাঁদের দেখে নিজের ক্যারিয়ার বা ব্যক্তিজীবন নিয়ে কোনো উপলব্ধি হয়েছে?
অবশ্যই। অনেক কিছুই উপলব্ধি করেছি। পান থেকে চুন খসলেই আমি বিরক্ত হয়ে যাই। অথচ আবুল হায়াত স্যারের বয়স ৮০ বছর, এখনো তিনি পেশা ও ব্যক্তিগত জীবন কত সুন্দরভাবে মেন্টেইন করছেন। তাঁদের দেখার পর ভাবি, আমিও কি পারব? এত ধৈর্য কি আমার হবে? তাঁদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের। আমরা মাঝেমধ্যে মনে করি, জীবন শেষ। আর কী হবে! অথচ তাঁরা আমাদের চেয়ে তিন গুণ সিনিয়র হয়ে এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। তখন আমরাও মনে সাহস পাই।
ইদানীং নাটকে আবারও পারিবারিক গল্প ফিরছে, দর্শকের সাড়াও পাচ্ছে বেশ। এটাকে কিভাবে দেখছেন?
এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আছে। নাটকে পারিবারিক গল্প হচ্ছে না, এ নিয়ে প্রতিবেদন হয়েছিল। যার ফলে আমরা নাটকসংশ্লিষ্টরা সেটা বিবেচনায় নিয়েছি। মাঝে নাটক অনেক বেশি সিনেমাটিক হয়ে গিয়েছিল, ঘুরেফিরে শুধু প্রেমের গল্পই দেখা যাচ্ছিল। তবে এখন ফ্যামিলি ড্রামা আবার হচ্ছে, এটা আমাদের জন্যই ভালো। দেখুন, আমরা ছোটবেলায় যে নাটক দেখেছি, তা তো পরিবারের সঙ্গেই। সুতরাং আমিও এমন সব কাজ করতে চাই, যেগুলো পরিবারের সবাই মিলে বসে দেখতে পারবেন।
কোরবানির ঈদে আপনার কতগুলো নাটক এসেছে?
এই ঈদে আমার নাটক আসেনি বললেই চলে! ঈদের ১০ দিনের মধ্যে মাত্র তিনটি নাটক প্রচারিত হয়েছে-’হৃদয়ের কথা’, ‘ভাঙা আয়নার গল্প’ ও ‘চাঁদের হাট ২’। আরো পাঁচ-ছয়টি নাটক আসার কথা ছিল। কিন্তু কোনোটির শুটিং অসম্পূর্ণ থেকে গেছে, কোনো নাটক স্পন্সর জটিলতায় আটকে গেছে। এ নিয়ে আমার দর্শকরা যেমন হতাশ, আমিও। তবে নতুন নাটক দিয়ে শিগগির সেটা মিটিয়ে দেব।
ঈদের পর শুটিং ফিরেছেন?
এরই মধ্যে দুটি নাটকের শুটিং সম্পন্ন করলাম। মনে হচ্ছিল, আমি স্ক্রিন থেকে দূরে সরে যাচ্ছিলাম! এ জন্য ঈদের পর আর ছুটি বাড়াইনি। কাজে ফিরেছি। রুবেল হাসানের ‘বেশি বলে বুলবুলি’ নাটকের শুটিং সম্পন্ন করলাম। এ ছাড়া ভিকি জাহেদের একটি নাটকও করলাম, সেটার নাম চূড়ান্ত হয়নি।
ভিকি জাহেদের নির্মাণে ‘চক্র’ সিরিজটির দ্বিতীয় সিজনের আপডেট কী?
আগস্টে শুটিংয়ের পরিকল্পনা হচ্ছে। আসলে ‘চক্র’ টিমের তিনজন সদস্য মারা গেছেন। এর মধ্যে একজন অভিনয়শিল্পীও আছেন। তো গল্প ও চরিত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য বেগ পেতে হচ্ছে। এ কারণেই বিলম্ব। ফিন্যানশিয়ালি সিরিজটি হিট, তাই প্রযোজকও বেশ আগ্রহী। আগেরবার তো টিভি ধারাবাহিক হিসেবে বানানো হয়েছিল। তবে এবার একেবারে পূর্ণাঙ্গ ওয়েব সিরিজ হিসেবে হবে, আরো টানটান উত্তেজনা থাকবে।
ছাত্রাবস্থায় মিউজিক করতেন। সেটা কি একেবারেই ছেড়ে দিলেন? মিউজিক নিয়ে কোনো পরিকল্পনা আছে?
এখনো প্রতিদিন স্বপ্ন দেখি, আমি মিউজিক করছি। আমার ব্যান্ড মেম্বাররা সবাই বিদেশে সেটেল্ড হয়ে গেছে। এখন অন্য ব্যান্ডের কেউ নিশ্চয়ই নিজের জায়গাটা ছেড়ে দেবে না আমার জন্য। তবে এখনো কেউ যদি আমাকে ডাকেন তাঁদের সঙ্গে স্টেজে বাজাতে, আমি এক মুহূর্তেই রাজি হয়ে যাব। আর অভিনয়ের চেয়ে মিউজিক নিয়েই আমার স্ট্রাগল ছিল বেশি। এটাকে তো কখনো বাদ দিতে পারব না। নাটকে শুটিংয়ের মাধ্যমে হলেও মিউজিকটা আমি নিজের মধ্যে বাঁচিয়ে রাখব।
সম্পর্কিত খবর
■ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।
■ ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?
■ দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।
■ বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।
১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ ‘রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্ট—রিটার্ন’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।
সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’র মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের ছবিতে ‘একটা গল্প’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে।
কণা বলেন, ‘ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।
সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘জাস্টিস অন ট্রায়াল’। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।