অভিনয়ে সালমান শাহ, শাবানা, আলমগীর, শাহনাজ। পরিচালনা ছটকু আহমেদ। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : বোনের আকস্মিক মৃত্যুর পর তার ছেলে রানাকে লালনপালন করে সালমা।
অভিনয়ে সালমান শাহ, শাবানা, আলমগীর, শাহনাজ। পরিচালনা ছটকু আহমেদ। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : বোনের আকস্মিক মৃত্যুর পর তার ছেলে রানাকে লালনপালন করে সালমা।
সম্পর্কিত খবর
■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।
অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।
মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।
।