ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

লাইট ক্যামেরা অ্যাকশন...

  • নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। ঈদে তিনি হাজির হয়েছেন একগুচ্ছ নাটক নিয়ে। সাড়াও পাচ্ছেন বেশ। এর মধ্যেই ফিরেছেন শুটিংয়ে। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
শেয়ার
লাইট ক্যামেরা অ্যাকশন...
কেয়া পায়েল ছবি : সংগৃহীত

আসলে কেউ ভালো প্রজেক্ট নিয়ে এলে তবেই করি। ভালো গান, ভিডিওর অ্যারেঞ্জমেন্ট পছন্দসই হলে করি। এমনিতে সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি

ফের গানচিত্রে

নাটকে পায়েলের ব্যস্ততা তুঙ্গে। ফলে অন্য কাজে সেভাবে পাওয়া যায় না তাঁকে।

তবু ব্যস্ততার ফাঁকে কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ইমরান মাহমুদুলের ‘কেন এত চাই চাই তোকে’, ‘এত ভালোবাসি’, ‘পরাণ বন্ধুরে’ গানগুলোতে দেখা গেছে তাঁকে। ফের ইমরানের সঙ্গেই নতুন মিউজিক ভিডিও করবেন পায়েল। এরই মধ্যে ইমরান বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
তবে পায়েল বললেন, ‘এখনো চূড়ান্ত হয়নি। তবে কথাবার্তা হয়েছে। শিগগির হয়তো কাজটি করা হবে।’ 

 

ঘুরেফিরে ইমরান

পায়েল এ পর্যন্ত যত মিউজিক ভিডিও করেছেন, বেশির ভাগই ইমরানের গান।

এর বাইরে হাবিব ওয়াহিদের ‘বোকা মন’-এ অভিনয় করেছিলেন। তবে সেটিও ইমরানের সুর-সংগীতে। তবে বছর সাতেক আগে তাহসান খানের ‘ভালোবাসি তাই’ গানে মডেল হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পায়েল বলেন, ‘সংখ্যায় হয়তো ইমরানের সঙ্গেই মিউজিক ভিডিও বেশি। তবে হাবিব ওয়াহিদ ও তাহসান খানের গানেও অভিনয় করেছি।
আসলে কেউ ভালো প্রজেক্ট নিয়ে এলে তবেই করি। ভালো গান, ভিডিওর অ্যারেঞ্জমেন্ট পছন্দসই হলে করি। এমনিতে সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি। আর ইমরানের সঙ্গে বোঝাপড়া ভালো। সে খুব হেল্পফুল। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই বারবার একসঙ্গে কাজ হয়।’

 

ঈদ নাটকের খতিয়ান

এই ঈদে পায়েল অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সম্মান’, ‘সিন্দুক’, ‘চিড়িয়াঘর’, ‘ঝাল মুড়ি’, ‘লাভ লুপ’, ‘চাঁদের হাট ২’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’ ইত্যাদি। নির্দিষ্ট সংখ্যা না বললেও পায়েল জানালেন, ঈদে এরই মধ্যে ১০টির মতো নাটক এসেছে তাঁর। সামনে আরো আসার কথা রয়েছে। পায়েলের ভাষ্য, “রেসপন্স বেশ ভালো। ‘সম্মান’ নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। এ ছাড়া ‘বন্ধুত্ব’, ‘চাঁদের হাট ২’ নাটকগুলোও দর্শক পছন্দ করেছে। ব্যক্তিগত পছন্দ আলাদা করে বলতে চাই না। আরো তিনটি নাটক আসার কথা ছিল ঈদে। শুটিং শেষ না হওয়ায় আসেনি। ওগুলোও বেশ ভালো গল্পের কাজ।” 

 

ভিনদেশে শুটিং

আগামীকাল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে ওসমান মিরাজের নাটক ‘তোমার আমার’। এতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। এর সূত্র ধরেই অভিনেত্রীর কাছে জিজ্ঞাসা, বিদেশে শুটিংয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিংবা কোনো প্রতিবন্ধকতা দেখতে পান কি না? ‘বিদেশে যেসব নাটকের শুটিং হয়েছে, সেগুলোর গল্পও বিদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খুব সুন্দর গল্পে এ কাজটি করেছি। টিমের সবাই বেশ কো-অপারেটিভ। একজন আরেকজনকে সহযোগিতা করেছে। তাই খুব একটা কষ্ট হয়নি শুটিংয়ে’-জবাব দিলেন পায়েল।

 

ঈদের ছুটি-ছবি-অবকাশ

ঈদ মানেই লম্বা এক ছুটি। পরিবারের সঙ্গে উদযাপন, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। ঠিক এমনই কেটেছে পায়েলের ঈদ। বললেন, ‘ঈদ বরাবরই ঢাকায় করি। এবারও তাই হয়েছে। পরিবারের সঙ্গে ভালোভাবেই কেটেছে ঈদের দিনগুলো। এরপর কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। এভাবেই কেটেছে ঈদের ছুটি।’ আর ঈদের ছবি? বড় পর্দায় মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি তারকাদেরও আগ্রহ দেখা যায়। তবে পায়েল জানান, ব্যস্ততার কারণে তিনি কোনো ছবি দেখতে পারেননি এখনো। 

 

লাইট ক্যামেরা অ্যাকশন

ছুটি সময় ফুরাল। ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরলেন পায়েল। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন। আর আজ থেকে শুরু করবেন নাটকের শুটিং। মজার ব্যাপার হলো, নাটকটির নামও ‘লাইট ক্যামেরা অ্যাকশন’। নির্মাণে মহিদুল মহিম। পায়েলের সঙ্গে আছেন জোভান। অভিনেত্রী জানান, ঈদের আগেই নাটকটির শুটিং শুরু হয়েছিল। তবে সম্পন্ন করতে পারেননি। তাই এটা দিয়েই ফিরছেন ক্যামেরার সামনে।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ