ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

দুর্গাপূজায় আসবে স্বপ্নে দেখা রাজকন্যা

শেয়ার
দুর্গাপূজায় আসবে স্বপ্নে দেখা রাজকন্যা

মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তি পাবে আসন্ন দুর্গাপূজায়। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ তৈরি করেছে পোস্টার ও ব্যানার। প্রযোজক মৌসুমী মিথিলা বলেন, ‘আমরা আগেই ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছি। চেয়েছিলাম কোনো উৎসবে মুক্তি দেব।

রোজা ও কোরবানির ঈদে বেশ কিছু ছবি থাকায় আমরা দুর্গাপূজাকে বেছে নিয়েছি। একটা সময় আমাদের দেশে দুর্গাপূজা সামনে রেখে বড় বড় ছবি মুক্তি দেওয়া হতো। এখন সেটা হয় না। আমরা চাই পুরনো ট্রেন্ডটা ফিরিয়ে আনতে।
আমাদের আরো দুটি ছবি নির্মীয়মাণ। সেই ছবি দুটিও বড় কোনো উৎসবে মুক্তি দেব।’

‘স্বপ্নে দেখা রাজকন্যা’য় অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। সংগীত পরিচালনায় প্রমিত কুমার।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

নাচ-টাচ

শেয়ার
নাচ-টাচ
স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’-এর দৃশ্য

ইউটিউবে এসেছে মুস্তাফি শিমুলের রোমান্টিক স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে। পাঁচ দিনে ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। গায়েহলুদের অনুষ্ঠানে পরিচয় রোহান ও নাওমির।

নাচের অনুশীলন করতে গিয়ে দুজনের সখ্য হয়, পরে তা গড়ায় প্রেমে। ক্লোজআপ কাছের গল্পের এ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

জীবন সংসার

শেয়ার
জীবন সংসার
‘জীবন সংসার’ ছবিতে সালমান ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সবুজ আর শেলি একে অপরকে ভালোবাসে।

সবুজের পরিবারে আছে ভাই আর ভাবি। একদিন সবুজের বাসায় গিয়ে শেলি জানতে পারে সবুজের ভাবি শেফাই তার বড় বোন। সবুজের বড় ভাই সাগরের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শেফাকে মেনে নেয়নি তার বাবা। একই পরিবারের ছেলে সবুজের সঙ্গে সম্পর্কটাও মেনে নেয় না শেলির বাবা।
শেলিকে নিয়ে পালিয়ে যায় সবুজ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

পিপল অ্যান্ড পাওয়ার

শেয়ার
পিপল অ্যান্ড পাওয়ার

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘পিপল অ্যান্ড পাওয়ার’ আয়োজনে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য কোস্ট অব কনট্রোল’। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। অন্তরালে তার সন্ত্রাসীবাহিনী চালায় নানা অপকর্ম। কড়া নিরাপত্তা পেরিয়ে দেশটির একাধিক কারাগারে অনুসন্ধান চালিয়েছে আল জাজিরা টিম।

 

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

নামে চালাক কামে বোকা

শেয়ার
নামে চালাক কামে বোকা
‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিকের দৃশ্য

আজ থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। রচনায় সুজিত বিশ্বাস, পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে তন্ময় সোহেল, মানসি প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ