■ ফের শুরু হচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট’। আগামীকাল ঢাকার পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান করবে ‘সিম্ফনি, ‘মেকানিক্স’, ‘এফ মাইনর’ ব্যান্ডগুলো। গাইবেন রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।
আরো খবর

■ যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ইরানি নির্মাতা জাফর পানাহি।
■ মুক্তির মিছিলে যোগ দিল অনুরাগ কাশ্যপ নির্মিত নতুন ছবি ‘নিশাচিঁ’। ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্রাইম-ড্রামাটি। প্রেম, অপরাধ ও প্রতারণার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। অভিনয়ে আছেন ঐশ্বরি ঠাকরে, মনিকা পানওয়ার, জিসান আইয়ুব প্রমুখ।
সম্পর্কিত খবর

টিভিতে নজরুল স্মরণ

বিশেষ আলেখ্যানুষ্ঠান [সন্ধ্যা ৭টা, বিটিভি] : প্রযোজনা আফরোজা সুলতানা। থাকবে কবিতা, নৃত্য ও আলোচনা।
দ্বৈত সংগীতানুষ্ঠান [রাত ১০টা, বিটিভি] : প্রযোজনা মাহবুবা ফেরদৌস, উপস্থাপনা ফেরদৌস আহমেদ চৌধুরী। গাইবেন তানভীর আলম সজীব, ইয়াসমিন মুশতারি, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফাতেমা-তুজ-জোহরা, মাহমুদুল হাসান প্রমুখ।
নৃত্যানুষ্ঠান উন্নত মম শির [সকাল ১১টা ৩০ মিনিট, দুরন্ত টিভি] : নৃত্য পরিচালনা অমিত চৌধুরী। পরিবেশনায় সাধনা নৃত্যশিল্পীর রুদমিলা প্রিয়ন্তী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম, লাবণ্য দাশ, মাহিনুর মাহজাবিন, আনুভা চৌধুরী ও মধুরিমা।
টেলিছবি প্রিয় এমন রাত [বিকেল ৩টা ৫ মিনিট, চ্যানেল আই] : চিত্রনাট্য ও পরিচালনা মুশফিকুর রহমান গুলজার। অভিনয়ে মামনুন ইমন, শবনম ফারিয়া প্রমুখ।
নাটক আলেয়া [রাত ৯টা, বিটিভি] : রচনা কাজী নজরুল ইসলাম, নাট্যরূপ কাজী আসাদ, প্রযোজনা মামুন মাহমুদ।

তিনি এখন ডক্টর মিথিলা
রংবেরং প্রতিবেদক

অভিনয়ে পেয়েছেন খ্যাতি, গানেও রয়েছে তাঁর দখল। এবার রাফিয়াত রশীদ মিথিলার নামের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিশেষণ—ডক্টর। সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। গতকাল ফেসবুকে সুখবরটি জানিয়ে মিথিলা লিখেছেন, ‘জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আপ্লুত এবং গর্বিত বোধ করছি।

প্রেমের জন্য বাংলা শেখা
রংবেরং ডেস্ক

দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। অভিনয় করেছেন বিভিন্ন ভাষার ছবিতে। পশ্চিমবঙ্গের ছবিতেও দেখা গেছে তাঁকে। বাংলায় অভিনয়ের সময়ই গুঞ্জন রটেছিল, অভিনেত্রী অপর্ণা সেনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কমল।
‘কুলি’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘বাবা অনেকগুলো ভাষা জানেন, আমিও জানি।
শুধু তা-ই নয়, কমল হাসান পরিচালিত ‘হে রাম’ [২০০০] ছবির নায়িকার নামও অপর্ণা। শ্রুতি জানান, অপর্ণা সেনের প্রতি ভালোবাসা থেকেই এ নাম রেখেছিলেন তাঁর বাবা।

এক অ্যালবামের এত রূপ
রংবেরং ডেস্ক

কিছুদিন আগেই ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছেন আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট। এরই মধ্যে শুরু হয়ে গেছে অ্যালবামটির প্রি অর্ডার ও বিক্রি। এই বিশেষ প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর বাজারে আসবে অ্যালবামটি।
প্রতিটি সংস্করণ প্রকাশের পর বিক্রির সময় বাঁধা থাকে ৪৮ ঘণ্টা। তবে প্রতিবারই এক ঘণ্টার মধ্যেই সমস্ত অ্যালবাম বিক্রি হয়ে যাচ্ছে। এমন আকাশচুম্বী আগ্রহ সাম্প্রতিক সময়ে কোনো অ্যালবামের প্রতি দেখা যায়নি।