ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আরো খবর

শেয়ার
আরো খবর

ফের শুরু হচ্ছে বৈষ্টমী রকফেস্ট। আগামীকাল ঢাকার পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান করবে সিম্ফনি, মেকানিক্স, এফ মাইনর ব্যান্ডগুলো। গাইবেন রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।

প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর আয়োজনে এ রকফেস্টের পরের কনসার্টটি হবে ১২ জুলাই। এরপর ২৬ জুলাই আরো বড় পরিসরে কনসার্টের পরিকল্পনা করছেন তারা। গত বছর থেকে শুরু হয়েছে  বৈষ্টমী রকফেস্ট

 

যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ইরানি নির্মাতা জাফর পানাহি।

ইজরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কান উৎসবের স্বর্ণপামজয়ী এ নির্মাতা। তিনি জাতিসংঘ ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, দুটি দেশকেই যেন এই সামরিক লড়াই দ্রুত বন্ধে বাধ্য করা হয়। ইরানের এ সংকট থেকে উত্তরণের জন্য দেশটিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন তিনি।

 

মুক্তির মিছিলে যোগ দিল অনুরাগ কাশ্যপ নির্মিত নতুন ছবি নিশাচিঁ। ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্রাইম-ড্রামাটি। প্রেম, অপরাধ ও প্রতারণার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। অভিনয়ে আছেন ঐশ্বরি ঠাকরে, মনিকা পানওয়ার, জিসান আইয়ুব প্রমুখ।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে নজরুল স্মরণ

শেয়ার
টিভিতে নজরুল স্মরণ
ছোটদের অনুষ্ঠান আমাদের দুখুমিয়া [সকাল ১১টা, বিটিভি] : প্রযোজনা নাজমুল হক। থাকবে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা।

ছোটদের অনুষ্ঠান আমাদের দুখুমিয়া [সকাল ১১টা, বিটিভি] : প্রযোজনা নাজমুল হক। থাকবে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা।

বিশেষ আলেখ্যানুষ্ঠান [সন্ধ্যা ৭টা, বিটিভি] : প্রযোজনা আফরোজা সুলতানা। থাকবে কবিতা, নৃত্য ও আলোচনা।

ছোটদের অনুষ্ঠান আমাদের দুখুমিয়া [সকাল ১১টা, বিটিভি] : প্রযোজনা নাজমুল হক। থাকবে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা।

দ্বৈত সংগীতানুষ্ঠান [রাত ১০টা, বিটিভি] : প্রযোজনা মাহবুবা ফেরদৌস, উপস্থাপনা ফেরদৌস আহমেদ চৌধুরী। গাইবেন তানভীর আলম সজীব, ইয়াসমিন মুশতারি, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফাতেমা-তুজ-জোহরা, মাহমুদুল হাসান প্রমুখ।

ছোটদের অনুষ্ঠান আমাদের দুখুমিয়া [সকাল ১১টা, বিটিভি] : প্রযোজনা নাজমুল হক। থাকবে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা।

নৃত্যানুষ্ঠান উন্নত মম শির [সকাল ১১টা ৩০ মিনিট, দুরন্ত টিভি] : নৃত্য পরিচালনা অমিত চৌধুরী। পরিবেশনায় সাধনা নৃত্যশিল্পীর রুদমিলা প্রিয়ন্তী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম, লাবণ্য দাশ, মাহিনুর মাহজাবিন, আনুভা চৌধুরী ও মধুরিমা।

 

টিভিতে নজরুল স্মরণ

 টেলিছবি প্রিয় এমন রাত [বিকেল ৩টা মিনিট, চ্যানেল আই] : চিত্রনাট্য পরিচালনা মুশফিকুর রহমান গুলজার অভিনয়ে মামনুন ইমন, শবনম ফারিয়া প্রমুখ

ছোটদের অনুষ্ঠান আমাদের দুখুমিয়া [সকাল ১১টা, বিটিভি] : প্রযোজনা নাজমুল হক। থাকবে একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা।

নাটক আলেয়া [রাত ৯টা, বিটিভি] : রচনা কাজী নজরুল ইসলাম, নাট্যরূপ কাজী আসাদ, প্রযোজনা মামুন মাহমুদ।

অভিনয়ে খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি প্রমুখ।

 

মন্তব্য

তিনি এখন ডক্টর মিথিলা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
তিনি এখন ডক্টর মিথিলা

অভিনয়ে পেয়েছেন খ্যাতি, গানেও রয়েছে তাঁর দখল। এবার রাফিয়াত রশীদ মিথিলার নামের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিশেষণডক্টর। সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। গতকাল ফেসবুকে সুখবরটি জানিয়ে মিথিলা লিখেছেন, জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আপ্লুত এবং গর্বিত বোধ করছি।

পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি হলো আজ, যা একই সঙ্গে কষ্টের ও আনন্দের। এখন থেকে নামের আগে ডক্টর বসবেএ নিয়ে ভীষণ আনন্দিত ও গর্বিত তিনি।

মন্তব্য

প্রেমের জন্য বাংলা শেখা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
প্রেমের জন্য বাংলা শেখা
অপর্ণা সেন, কমল হাসান

দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। অভিনয় করেছেন বিভিন্ন ভাষার ছবিতে। পশ্চিমবঙ্গের ছবিতেও দেখা গেছে তাঁকে। বাংলায় অভিনয়ের সময়ই গুঞ্জন রটেছিল, অভিনেত্রী অপর্ণা সেনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কমল।

যদিও বাঙালি ললনার মন জয় করা মোটেও সহজ ছিল না তাঁর জন্য। এর জন্য রপ্ত করতে হয়েছিল বাংলা। অজানা সে তথ্যই প্রকাশ্যে আনলেন কমল হাসানের কন্যা শ্রুতি হাসান।

কুলি ছবির প্রচারে এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, বাবা অনেকগুলো ভাষা জানেন, আমিও জানি।

কিন্তু এটা কেউ জানে না, বাবা ভালো বাংলাও বলতে জানেন। সেটা শুধুই অভিনেত্রী অপর্ণা সেনের কারণে! তাঁর বাংলা শেখাটা মোটেও অভিনয়ের জন্য ছিল না। বরং অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন তিনি। আর অপর্ণার মন জিততেই বাবা দ্রুত বাংলা শিখে ফেলেছিলেন।

শুধু তা-ই নয়, কমল হাসান পরিচালিত হে রাম [২০০০] ছবির নায়িকার নামও অপর্ণা। শ্রুতি জানান, অপর্ণা সেনের প্রতি ভালোবাসা থেকেই এ নাম রেখেছিলেন তাঁর বাবা।

মন্তব্য

এক অ্যালবামের এত রূপ

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
এক অ্যালবামের এত রূপ
অ্যালবামের একটি সংস্করণের প্রচ্ছদে টেইলর সুইফট

কিছুদিন আগেই ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছেন আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট। এরই মধ্যে শুরু হয়ে গেছে অ্যালবামটির প্রি অর্ডার ও বিক্রি। এই বিশেষ প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর বাজারে আসবে অ্যালবামটি।

তবে অ্যালবামটির ব্যতিক্রম দিক হলো, এটির অনেকগুলো সংস্করণ করেছেন সুইফট। সংখ্যাটা ঠিক কত, তা এখনো জানা যায়নি। তবে এ পর্যন্ত পাঁচটি ভার্সনের কথা সামনে এসেছে। যারা চড়া দামে অগ্রিম কিনে নিচ্ছেন, তারাই পাচ্ছেন এসব বিশেষ সংস্করণ।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, অ্যালবাম এক হলেও এগুলোর ভিনাইলে রয়েছে ভিন্নতা। এ ছাড়া প্রচ্ছদের নকশা, ভিনাইলের রং, প্যাকেজিং সবকিছুতেই ভিন্নতা রাখা হচ্ছে। এবং এসব সংস্করণ সাধারণ বাজারে কিনতে পাওয়া যাবে না। শুধু অগ্রিম ক্রেতাদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এখনো পর্যন্ত সর্বশেষ যে সংস্করণ এসেছে, তার নাম টিনি বাবলস ইন শ্যাম্পেন কালেকশন। সোমবার প্রকাশ্যে আসা এ অ্যালবামে দুটি আলাদা ভিনাইল রয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে একটি কবিতা।

প্রতিটি সংস্করণ প্রকাশের পর বিক্রির সময় বাঁধা থাকে ৪৮ ঘণ্টা। তবে প্রতিবারই এক ঘণ্টার মধ্যেই সমস্ত অ্যালবাম বিক্রি হয়ে যাচ্ছে। এমন আকাশচুম্বী আগ্রহ সাম্প্রতিক সময়ে কোনো অ্যালবামের প্রতি দেখা যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ