■ কলকাতায় গতকাল থেকে শুরু হয়েছে জয়া আহসানের নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। ‘অর্ধাঙ্গিনী’ ছবির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ও পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলী। জয়ার সঙ্গে এবারও ছবিতে থাকবেন চূর্ণি গাঙ্গুলী।
■ গতকাল নওগাঁর দেলুয়াবাড়ির ফাইভ স্টার সিনেমা হলে নিজেদের ছবি দেখলেন আদর আজাদ ও পূজা চেরী।
তাঁদের অভিনীত ‘টগর’ চলছে হলটিতে। ঈদের দিন থেকে ‘তাণ্ডব’ চললেও গতকাল থেকে হলটিতে ‘টগর’ চলছে, জানান আদর আজাদ।
■ ইউটিউব ট্রেন্ডিংয়ে নাজনীন নীহার দুই নাটক—প্রথম স্থানে ‘আশিকী’ এবং নবম স্থানে ‘ঘ্রাণ’। মাত্র তিন দিনে কোটির ক্লাবে পৌঁছেছে ‘আশিকী’, ‘ঘ্রাণ’ ভিউ পেয়েছে প্রায় ৪০ লাখ।
■ প্রায় দুই বছর পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন সাব্বির নাসির। ‘আমি যারে ভালোবাসি’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ, সংগীতে বিবেক মজুমদার। গানচিত্র তৈরি করেছেন আজম বাবু ও রিপন নাগ।
■ চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারের জন্য আবেদন আহ্বান করেছে মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি।
আবেদনের শেষ সময় ২৪ জুলাই বিকেল ৫টা।