এসবের ক্ষেত্রে মূল কৃতিত্ব পরিচালকের। অমিতাভ ভাই ওই দৃশ্যে এ রকম এক্সপ্রেশন চেয়েছেন অভিনয়শিল্পীর কাছে, সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি
এমন কর্মমুখর ঈদ তো সচরাচর আসে না। উচ্ছ্বাস-অনুভূতি কেমন?
ঈদ তো আমাদের সবচেয়ে বড় উৎসব। এমন উৎসবে তিনটি কাজ আসবে আমার, খুবই ভালো লাগছে।
ঈদের আনন্দের সঙ্গে এটা বাড়তি আনন্দ হিসেবে যোগ হলো আরকি।
‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি কেমন? এতে আপনার চরিত্রটাই বা কী রকম?
অমিতাভ [নির্মাতা] ভাই একটা ইন্টারভিউতে বলেছিলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’কে বলা যায় বিবাহ-কৌতুক। তবে এর মধ্যেও আমাদের সমাজ, সংস্কৃতি, মনস্তত্ত্ব খুব সরল ভঙ্গিতে, হাস্য-রসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এখানে আমি আম্বিয়া চরিত্রে অভিনয় করেছি।
যে পৈতৃক সূত্রে একটি ভাতের হোটেলের মালিক। আম্বিয়া ব্যক্তি হিসেবে ভীষণ মেজাজি, রগচটা ও আত্মবিশ্বাসী। তবে আব্বাসের জন্য তার মনটা কোমল, তার প্রতি ভীষণ ভালোবাসা।
সিরিজটির ট্রেলার থেকে আপনার দুটি সংলাপ নিয়ে ফেসবুকে প্রচুর চর্চা হয়েছে।
দেখেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, দেখেছি। আমরা সবাই ভীষণ মজা পেয়েছি। ট্রেলার থেকে এ রকম রেসপন্স পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। খুবই ভালো লেগেছে। তবে এসবের ক্ষেত্রে মূল কৃতিত্ব পরিচালকের।
অমিতাভ ভাই ওই দৃশ্যে এ রকম এক্সপ্রেশন চেয়েছেন অভিনয়শিল্পীর কাছে, সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ফলে কৃতিত্বটা পরিচালক ও চিত্রনাট্যের। তবু দর্শকের ভালো লেগেছে দেখে শিল্পী হিসেবে আমিও আনন্দিত।
মোশাররফ করিমের সঙ্গে বিয়ের সংখ্যা সংক্রান্ত দৃশ্যটি করার অভিজ্ঞতা কেমন ছিল?
খুব মজা করেছি, দৃশ্যটা করার সময় হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম সবাই। টিমের সবাই এনজয় করেছিল, তখনই আঁচ করেছিলাম এটা খুব মজার একটা দৃশ্য হবে। কিন্তু সেটা যে মানুষ এত পছন্দ করবে, এত সাড়া ফেলবে, এত মিম-ভিডিও-পোস্টার হবে, তা ভাবিনি।
‘পাপ কাহিনী’ সিরিজটি নিয়ে বলুন, শুনলাম এটাতে দুই রকম চরিত্রে অভিনয় করেছেন...
এটা তিন পর্বের সিরিজ। পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এখানে আমি সহজ-সরল সাধারণ গৃহবধূ রূপা। স্বামীকে সবচেয়ে ভালোবাসে সে, বিশ্বাস করে। কিন্তু স্বামীই যখন তার সঙ্গে প্রতারণা করে, তখন রূপার প্রতিক্রিয়া কেমন হয়, তা দেখা যাবে। রূপার দুই ধরনের রূপ দেখতে পাবে দর্শক।
ওয়েব ছবি ‘নীলপদ্ম’-এর বিষয়বস্তু, শুটিং অভিজ্ঞতা জানতে চাই...
এতে আমার নাম নীলা, সে একজন যৌনকর্মী। পরিচালক তৌফিক এলাহি একজন শিক্ষক, এটিই তাঁর প্রথম ছবি। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন যৌন পেশাজীবীদের জীবন নিয়ে গবেষণা করেছেন। ‘নীলপদ্ম’তে নীলার মধ্য দিয়ে ওই পেশাজীবী মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্বপ্ন, সমাজের প্রতি তাদের প্রত্যাশা সব কিছু তুলে ধরেছেন পরিচালক। এমন চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। ছবিটির সুবাদে প্রথমার গিয়েছিলাম দৌলতদিয়া। সেখানে কাজের অভিজ্ঞতা চমৎকার, সেখানকার মেয়েদের আন্তরিকতা, সহযোগিতা মনে রাখার মতো। আমরা এ পেশায় জড়িতদের মানুষ হিসেবে ভাবার চর্চা করতে পারি কি না, ছবিতে সেই বার্তা দিয়েছেন পরিচালক। অনেক পেশাই তো আছে সমাজে, সব পেশার মানুষই মানবিক অধিকারগুলো পায়। কিন্তু এই পেশাজীবীরা কি তাদের অধিকারগুলো পায়? না। সে জায়গা থেকেই আমরা একটু ভাবতে পারি কি না, তা উপস্থাপন করা হয়েছে। এ কাজটা করতে গিয়ে অভিনয়জীবনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। ওই পেশাজীবীদের সম্পর্কে অনেক গভীর থেকে জানতে পেরেছি, যা আগে জানতাম না। এই জ্ঞান আমাকে মানুষ হিসেবে সমৃদ্ধ করেছে।
ঈদ কোথায় করবেন?
এই ঈদে লম্বা ছুটি পেয়েছে আমার কন্যা। তাই পুরো পরিবার ঢাকার বাইরে যাব, সেখানেই ঈদ উদযাপন করব।
প্রেক্ষাগৃহে ঈদের ছবি দেখবেন?
ছুটি কাটিয়ে ফিরতে দেরি হয়ে যাবে। সে সময় যে ছবি প্রেক্ষাগৃহে থাকবে, সময়-সুযোগ মিলিয়ে দেখে নেব। রোজার ঈদেও ব্যস্ততার কারণে শুধু ‘বরবাদ’ দেখতে পেরেছিলাম। খুবই ভালো লেগেছিল। এবারও দেখার ইচ্ছা আছে।