ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম সবাই

  • রুনা খানের জন্য এবারের ঈদুল আজহা বিশেষ। তাঁর অভিনীত তিনটি কনটেন্ট আসবে ওটিটিতে। এর মধ্যে দুটি সিরিজ—অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ ও শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’। আসবে তৌফিক এলাহির ছবি ‘নীলপদ্ম’ও। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
শেয়ার
হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম সবাই
রুনা খান ছবি : সংগৃহীত

এসবের ক্ষেত্রে মূল কৃতিত্ব পরিচালকের। অমিতাভ ভাই ওই দৃশ্যে এ রকম এক্সপ্রেশন চেয়েছেন অভিনয়শিল্পীর কাছে, সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি

এমন কর্মমুখর ঈদ তো সচরাচর আসে না। উচ্ছ্বাস-অনুভূতি কেমন?

ঈদ তো আমাদের সবচেয়ে বড় উৎসব। এমন উৎসবে তিনটি কাজ আসবে আমার, খুবই ভালো লাগছে।

ঈদের আনন্দের সঙ্গে এটা বাড়তি আনন্দ হিসেবে যোগ হলো আরকি।

 

‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি কেমন? এতে আপনার চরিত্রটাই বা কী রকম?

অমিতাভ [নির্মাতা] ভাই একটা ইন্টারভিউতে বলেছিলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’কে বলা যায় বিবাহ-কৌতুক। তবে এর মধ্যেও আমাদের সমাজ, সংস্কৃতি, মনস্তত্ত্ব খুব সরল ভঙ্গিতে, হাস্য-রসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এখানে আমি আম্বিয়া চরিত্রে অভিনয় করেছি।

যে পৈতৃক সূত্রে একটি ভাতের হোটেলের মালিক। আম্বিয়া ব্যক্তি হিসেবে ভীষণ মেজাজি, রগচটা ও আত্মবিশ্বাসী। তবে আব্বাসের জন্য তার মনটা কোমল, তার প্রতি ভীষণ ভালোবাসা।

 

সিরিজটির ট্রেলার থেকে আপনার দুটি সংলাপ নিয়ে ফেসবুকে প্রচুর চর্চা হয়েছে।

দেখেছেন নিশ্চয়ই?

হ্যাঁ, দেখেছি। আমরা সবাই ভীষণ মজা পেয়েছি। ট্রেলার থেকে এ রকম রেসপন্স পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। খুবই ভালো লেগেছে। তবে এসবের ক্ষেত্রে মূল কৃতিত্ব পরিচালকের।

অমিতাভ ভাই ওই দৃশ্যে এ রকম এক্সপ্রেশন চেয়েছেন অভিনয়শিল্পীর কাছে, সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ফলে কৃতিত্বটা পরিচালক ও চিত্রনাট্যের। তবু দর্শকের ভালো লেগেছে দেখে শিল্পী হিসেবে আমিও আনন্দিত।

 

মোশাররফ করিমের সঙ্গে বিয়ের সংখ্যা সংক্রান্ত দৃশ্যটি করার অভিজ্ঞতা কেমন ছিল?

খুব মজা করেছি, দৃশ্যটা করার সময় হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম সবাই। টিমের সবাই এনজয় করেছিল, তখনই আঁচ করেছিলাম এটা খুব মজার একটা দৃশ্য হবে। কিন্তু সেটা যে মানুষ এত পছন্দ করবে, এত সাড়া ফেলবে, এত মিম-ভিডিও-পোস্টার হবে, তা ভাবিনি।

 

‘পাপ কাহিনী’ সিরিজটি নিয়ে বলুন, শুনলাম এটাতে দুই রকম চরিত্রে অভিনয় করেছেন...

এটা তিন পর্বের সিরিজ। পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এখানে আমি সহজ-সরল সাধারণ গৃহবধূ রূপা। স্বামীকে সবচেয়ে ভালোবাসে সে, বিশ্বাস করে। কিন্তু স্বামীই যখন তার সঙ্গে প্রতারণা করে, তখন রূপার প্রতিক্রিয়া কেমন হয়, তা দেখা যাবে। রূপার দুই ধরনের রূপ দেখতে পাবে দর্শক।

 

ওয়েব ছবি ‘নীলপদ্ম’-এর বিষয়বস্তু, শুটিং অভিজ্ঞতা জানতে চাই...

এতে আমার নাম নীলা, সে একজন যৌনকর্মী। পরিচালক তৌফিক এলাহি একজন শিক্ষক, এটিই তাঁর প্রথম ছবি। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন যৌন পেশাজীবীদের জীবন নিয়ে গবেষণা করেছেন। ‘নীলপদ্ম’তে নীলার মধ্য দিয়ে ওই পেশাজীবী মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্বপ্ন, সমাজের প্রতি তাদের প্রত্যাশা সব কিছু তুলে ধরেছেন পরিচালক। এমন চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। ছবিটির সুবাদে প্রথমার গিয়েছিলাম দৌলতদিয়া। সেখানে কাজের অভিজ্ঞতা চমৎকার, সেখানকার মেয়েদের আন্তরিকতা, সহযোগিতা মনে রাখার মতো। আমরা এ পেশায় জড়িতদের মানুষ হিসেবে ভাবার চর্চা করতে পারি কি না, ছবিতে সেই বার্তা দিয়েছেন পরিচালক। অনেক পেশাই তো আছে সমাজে, সব পেশার মানুষই মানবিক অধিকারগুলো পায়। কিন্তু এই পেশাজীবীরা কি তাদের অধিকারগুলো পায়? না। সে জায়গা থেকেই আমরা একটু ভাবতে পারি কি না, তা উপস্থাপন করা হয়েছে। এ কাজটা করতে গিয়ে অভিনয়জীবনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। ওই পেশাজীবীদের সম্পর্কে অনেক গভীর থেকে জানতে পেরেছি, যা আগে জানতাম না। এই জ্ঞান আমাকে মানুষ হিসেবে সমৃদ্ধ করেছে। 

 

ঈদ কোথায় করবেন?

এই ঈদে লম্বা ছুটি পেয়েছে আমার কন্যা। তাই পুরো পরিবার ঢাকার বাইরে যাব, সেখানেই ঈদ উদযাপন করব।

 

প্রেক্ষাগৃহে ঈদের ছবি দেখবেন?

ছুটি কাটিয়ে ফিরতে দেরি হয়ে যাবে। সে সময় যে ছবি প্রেক্ষাগৃহে থাকবে, সময়-সুযোগ মিলিয়ে দেখে নেব। রোজার ঈদেও ব্যস্ততার কারণে শুধু ‘বরবাদ’ দেখতে পেরেছিলাম। খুবই ভালো লেগেছিল। এবারও দেখার ইচ্ছা আছে।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

রেদওয়ান রনির দম-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।

অভিনয়ে থাকবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।

একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

amazonprime টিন সোলজার

শেয়ার
amazonprime টিন সোলজার
‘টিন সোলজার’ ছবির দৃশ্য

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার টিন সোলজারবুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

স্ত্রীকে খুঁজতে ফের বোকুশির ঘাঁটিতে যায় সে। ছবিটির অভিনয়ে আছেন জেমি ফক্স, রবার্ট ডি নিরো, স্কট ইস্টউড প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

পোড়ামন ২

শেয়ার
পোড়ামন ২
সিয়াম ও পূজা চেরী

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

সুজনকে ভালোবাসে পরী। দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুজন ধরা পড়ে পরীর ভাইয়ের কাছে। সুজনকে জখম করে রাস্তার পাশে ফেলে আসে।
সুজন মরে গেছে ভেবে ফাঁস দেয় পরী। মৃত্যুপথযাত্রী সুজন এসে দেখে পরীর মরদেহ। কেউ আত্মহত্যা করলে তার জানাজা হয় না, এই ভেবে অদ্ভুত এক সিদ্ধান্ত নেয় সুজন।

মন্তব্য
টিভি হাইলাইটস

সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

শেয়ার
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী
গ্র্যান্ড ফিনালের তিন প্রতিযোগী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামালএই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।

প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন ১০ লাখ এবং ৫ লাখ টাকা।

 

মুখোমুখি অভিষেক

বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।

ক্রিকেট নিয়ে তাঁর ভাবনা ও আবেগের কথা শুনেছেন ক্রীড়া সাংবাদিক আর্চি কল্যাণ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ