ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

যদি আরেকটু সময় পেতাম!

  • ঈদে বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে হাজির হবেন সাদিয়া আয়মান। বড় পর্দায় দেখা যাবে তাঁর অভিনীত ‘উৎসব’ আর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে দেখা যাবে ‘বোহেমিয়ান ঘোড়া’। সাদিয়া আয়মানের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
যদি আরেকটু সময় পেতাম!
সাদিয়া আয়মান ছবি : সংগৃহীত

কাজল রেখার পর এবার ঈদে উৎসব আসবে। কেমন লাগছে?
ঘোষণাটা আসার পর থেকে নিজের কাছেই উৎসব উৎসব লাগছে। গত বছর থেকে ছবিটার সঙ্গে যুক্ত। বলতে পারেন তখন থেকেই উৎসব শুরু হয়েছে।

এই ছবিতে একটা জেনারেশন কাজ করেছে। যারা নব্বইয়ের দশকে মাতিয়ে রেখেছিলেন দর্শককে। সেই জেনারেশনের সঙ্গে এই জেনারেশনের কোলাবরেশনটাই তো উৎসব তৈরি করেছে। ঈদ মানেই উৎসব, আর সেই উৎসবে আমাদের উৎসব মুক্তি পাচ্ছে।
এই ভালো লাগাটা ঠিক বুঝিয়ে বলতে পারছি না। অনেক অ-নে-ক খুশি লাগছে।

 

তারকাবহুল চলচ্চিত্র উৎসব। এত তারকার ভিড়ে নিজেকে মেলে ধরাটা চ্যালেঞ্জ ছিল না?
আমি চ্যালেঞ্জ বলব না।

কারণ অভিনয়টা একটু হলেও তো জানি। শুধু চেয়েছিলাম ক্যামেরার সামনে যেন লজ্জায় না পড়তে হয় তার জন্য প্রস্তুতি নিতে। আমার সঙ্গে যারা অভিনয় করেছেন প্রত্যেকে অনেক গুণী অভিনেতা। বিশেষ করে জাহিদ হাসান ভাইয়ের কথা না বললেই নয়। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।
আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি তার নাম জেসমিন। আমি চরিত্রটিতে এত মিশে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আরেকটু যদি সময় পেতাম! পর্দায় আরো কিছুক্ষণ যদি থাকতে পারতাম। শুটিং শেষে যখন ঢাকায় ফিরেছিলাম তখন চিত্রগ্রাহক রাশেদ জামান ভাই ফোন করে বলেছিলেন, জেসমিনকে ছাড়া যেন ফ্রেম ফাঁকা ফাঁকা লাগছে। তাঁর এই কথাটা আমাকে দারুণ অনুপ্রেরণা দিয়েছে।

 

বোহেমিয়ান ঘোড়া সিরিজে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন। এখানেও আপনি ছাড়া আরো সাতজন অভিনেত্রী। নিজের চরিত্র নিয়ে কতটা খুশি আপনি?
সিরিজটি যখন অমিতাভ রেজা ভাই লিখতে শুরু করেন, তখনই ফোন করেছিলেন। আমাকে বলেছিলেন, একটা সিরিজ করব। তোকে নিতে চাই। রুনা খান আর তুই চূড়ান্ত বাকিদের লেখার পর সিলেক্ট করব। তখনই আমি জেনেছিলাম সিরিজটিতে আরো সাতজন নারী চরিত্র আছে। আমার বিশ্বাস ছিল, অমিতাভ ভাই এমন কোনো ক্যারেক্টার দেবেন না, যেটা আমার ক্যারিয়ারের ক্ষতি করে। সিরিজটি দেখলে বুঝবেন, আমরা যে আটজন নারী চরিত্রে আছি, প্রত্যেকের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। আমি করেছি সুন্দরী চরিত্রটা, ক্যামেরার সামনে সত্যিই কালারফুলভাবে উপস্থিত হয়েছি। দর্শকের ভালো লাগবে।

কিছু দিন পরপর শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলে শোনা যায়। আসলে এমন কোনো প্রস্তাব পেয়েছেন?
[হা হা হা] এটা কারা করে কে জানে! আমি তাণ্ডব-এ কোনো প্রস্তাব পাইনি। আর এই ছবিতে যাঁরা অভিনয় করছেন বিশেষ করে জয়া আহসান আপা, সাবিলা নূরকে আমার কাছে বেস্ট কাস্টিং মনে হয়েছে। শেষ দুই বছর আমি শাকিব খানের ছবি দেখে অবাক হয়েছি। সত্যি বলতে, তাঁকে শেষ দুই বছরে মনে হয়েছে আসলেই ঢালিউডের সেরা তিনি। তাঁর সঙ্গে কোনো ছবির প্রস্তাব পেলে ভেবে দেখতে অসুবিধা নেই।

 

নাটকে খুব কম দেখা যাচ্ছে আপনাকে। তাহলে চলচ্চিত্রেই থিতু হতে চাইছেন?
আসলে তেমন কোনো ব্যাপার নয়। গত বছর গণঅভ্যুত্থানের আগে প্রচুর নাটক তৈরি হয়েছে। আমিও কাজ করেছি। তবে গণ-অভ্যুত্থানের পর কিন্তু নাটক নির্মাণে ভাটা পড়েছে। অনেক প্রযোজক চলে গিয়েছেন। তা ছাড়া এখন যে নাটকগুলো হচ্ছে বেশির ভাগই রোমান্টিক-কমেডি। প্রথম থেকেই দেখবেন আমি ভাঁড়ামি করা নাটকগুলো এড়িয়ে চলেছি। এখন এসে আর এই ধরনের নাটক করতেও চাই না। তা ছাড়া আমার বেস্ট কাজগুলো হয়েছে মিজানুর রহমান আরিয়ান ভাই, মারুফ হাসান সজিব ভাইয়ের সঙ্গে। তাঁরাও এখন নাটক তৈরি করছেন না। ফলে আমিও দূরে আছি। সেই সঙ্গে আরেকটু না বললে নয়, গত সাত-আট মাসে আমি জিম করেছি, ওজন কমিয়েছি অন্তত ১৫ কেজি। অভিনয়ে নিয়মিত থাকলে জিম করতে পারতাম না, এই লুকও আনতে পারতাম না।

 

ঈদে আর কোনো ওয়েব ছবি বা সিরিজে দেখা যাবে আপনাকে?
ঈদে আগের দুই-একটি নাটক হয়তো মুক্তি পাবে। এখনো সঠিক বলতে পারছি না। আমি উৎসব আরবোহেমিয়াম ঘোড়ার প্রচারণা নিয়েই ব্যস্ত থাকব।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুপ্রেমী হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। বাসায় কি কোনো প্রাণী পোষেণ?
আমার একটা বিড়াল ছিল। ২০২২ সালে সেটি হারিয়ে যায়। তখন আমি পোস্টার-লিফলেট বিলি করেছিলাম। খুঁজে দিলে ২০ হাজার টাকা সম্মানিও দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। আজও বিড়ালটা পাইনি। সেই কষ্টটা রয়ে গেছে। আশা করছি, মিউ [বিড়াল] কারো কাছে ভালো আছে, জীবিত আছে। এখন আমি আরো তিনটা বিড়াল পুষি। ইচ্ছা আছে, আল্লাহ কখনো সামর্থ্য দিলে কুকুর ও বিড়ালের একটা ফাউন্ডেশন চালু করব। সেখানে নিরীহ এই প্রাণীগুলোকে সেবা দেব।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?

দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।

এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকে কথা বলেছেন। বিদ্যা বালানের মতে, কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি।

বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

অনুষ্ঠানে হাজির হবেন বলিউডের জনপ্রিয় সব তারকা।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

শিল্প পুনরুদ্ধার

শেয়ার
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্টরিটার্ন দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

মন্তব্য

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

শেয়ার
আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ওহে শ্যাম, প্রেমের বাক্সর মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। আবার হঠাৎ বৃষ্টি নামের ছবিতে একটা গল্প শিরোনামের গানটি ব্যবহৃত হবে।

২১ জুলাই ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটি। ইমন সাহা বলেন, খুব মিষ্টি একটা সুরের গান। ইমরান ও কণা আমার প্রিয় দুই শিল্পী। তাদের সঙ্গে আগেও অনেক গান করেছি।
বেশির ভাগ গান শ্রোতারা পছন্দ করেছেন। এবারও গানটি সবার ভালো লাগবে।

কণা বলেন, ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

এবারও তাই হয়েছে। গানটি খুব মিষ্টি সুরের। আমি আর ইমরান বেশ মজা করেই গেয়েছি। আবার হঠাৎ বৃষ্টি ছবিটি বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবির রিমেক। এবার ছবিটি নির্মাণের তত্ত্বাবধানে আছেন ছট্কু আহমেদ ও তাজু কামরুল।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

জাস্টিস অন ট্রায়াল

শেয়ার
জাস্টিস অন ট্রায়াল
‘জাস্টিস অন ট্রায়াল’ সিরিজের দৃশ্য

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ জাস্টিস অন ট্রায়াল। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ