চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজ বিকেল ৪টায় ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র ফাইনালে মাঠে নামবে শোবিজ তারকাদের দুই দল—‘স্বপ্নধরা স্পার্টানস’ ও ‘টাইটানস’। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নেতৃত্বে মাঠে নামবে স্পার্টানস, অপরদিকে টাইটানরা নামবে নির্মাতা মোস্তফা কামাল রাজের নেতৃত্বে। ইনডোরে খেলা হলেও এবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে খেলা। ৬ ওভারের পরিবর্তে এবার পুরো টি-২০ ফরম্যাটে হচ্ছে।
আজ ক্রিকেট মাঠে তারকাদের ফাইনাল
রংবেরং প্রতিবেদক

আজ ফাইনালে ‘স্বপ্নধরা স্পার্টানস’-এর হয়ে মাঠে নামবেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
সরজমিন

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।
টিভি হাইলাইটস
কাজিনস

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।