ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
শুটিংয়ের দৃশ্য ফাঁস, ছবি পাইরেসি

হঠাৎ কী হলো ঢালিউডের?

  • অনেক বছর হলো, পাইরেসির অভিশাপ থেকে মুক্তি পেয়েছে ঢালিউড। কিন্তু সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে রোজার ঈদের সবচেয়ে সফল ছবি ‘বরবাদ’-এর ঝকঝকে প্রিন্ট! আবার কয়েক দিন ধরে ‘তাণ্ডব’-এর শুটিং ভিডিও-ছবিতে সয়লাব ফেসবুক! গোপনীয়তা নিয়ে ঢালিউডে হঠাৎ এই গা-ছাড়া ভাব কেন? লিখেছেন কামরুল ইসলাম
শেয়ার
হঠাৎ কী হলো ঢালিউডের?
‘বরবাদ’-এর দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবিটি ছড়িয়ে পড়েছে অনলাইনে

একটা সময় পাইরেসি অনেক ভুগিয়েছে ঢালিউডকে। ছবির বাণিজ্যে রীতিমতো ধস নামিয়েছিল। সেই কালো অধ্যায় পেরিয়েছে ডিজিটাল প্রযুক্তি আসার পর। অনেক বছর ধরেই আর ছবি পাইরেসি হয় না।

এই মসৃণ পথচলার মধ্যেই ছড়িয়ে পড়ল মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, তাও এইচডি প্রিন্টে। সাধারণত ওটিটি কিংবা টেলিভিশনে ছবির প্রিমিয়ার হলে এ রকম প্রিন্ট অনলাইনে আসে। কিন্তু বরবাদ এখনো প্রেক্ষাগৃহে দাপিয়ে চলছে। গতকালও দেশের প্রথম সারির হলগুলোতে প্রায় হাউসফুল গেছে ছবিটি।
বিদেশেও পাচ্ছে দারুণ সাড়া। এমন রমরমা সময়ে ছবি পাইরেসি হওয়া মানে প্রযোজকের মাথায় আকাশ ভেঙে পড়া! বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি জানালেন, দেশের প্রেক্ষাগৃহ থেকেই পাইরেসি হয়েছে ছবিটি। তাঁর ভাষ্য, বিদেশে আমরা যে ভার্সনটা দিয়েছি, সেটা ভিন্ন। ওটাতে ব্লার করা দৃশ্য নেই, আবার সাবটাইটেলও আছে।
কিন্তু এই পাইরেটেড কপিতে ব্লার দৃশ্য আছে। আর দেশ থেকে এ রকম ক্লিন কপি কোনো প্রেক্ষাগৃহ থেকে আসতে পারে, তাও আমরা জানি। এটাও বুঝতে পেরেছি, হলের সংশ্লিষ্টতা ছাড়া এভাবে কপি করা সম্ভবই না। কারা করেছে, কেন করেছে, এ প্রশ্নগুলো তো আসে। আবার আমি এটাও জিজ্ঞেস করতে চাই, ঈদের অন্য কোনো ছবি কি পাইরেসি হয়েছে? দাগী কিংবা জংলির কোনো দৃশ্য দেখেছেন কোথাও? আসলে আমরা ফেয়ারলি চলতে চেয়েছি।
সবাইকে বন্ধু ভেবেছি, কিন্তু তারা আমাদের বন্ধু ভাবতে পারেনি। ষড়যন্ত্র করে বরবাদ-এর হাইপ কমাতে চেয়েছে। কিন্তু কী লাভ https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/05. May/03-05-2025/SHN/kalerkantho-rb-1a.jpgহয়েছে? আমাদের ছবি তো দেশে এবং বিদেশে বেশ ভালো চলছে। আজও [গতকাল] হাউসফুল যাচ্ছে। দেখুন, ভারতেও অনেক বড় বড় ছবি মুক্তির পরই পাইরেসি হয়ে যায়। কিন্তু তাতে ছবির ওপর তেমন প্রভাব পড়ে না। কারণ এগুলো প্রেক্ষাগৃহে বসে দেখার ছবি। বরবাদ ঘরে বসে, ছোট স্ক্রিনে দেখার ছবি না।

বুধবার রাতে বিষয়টি জানতে পারেন সুমি। বৃহস্পতিবারই এ নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দিয়েছেন। সুমি বলেন, ছবিটি দেশে পাইরেসি করে বিদেশ থেকে ছড়ানো হচ্ছে। তবে পাইরেসি করেছে, এটার চেয়েও আমার বড় খারাপ লাগা হলো, আমরা আসলে নিজেদের দাবিয়ে রাখতে চাই। অথচ আমি সবাইকে আপন মনে করি, পরিবারের সদস্য মনে করি। তারা যদি ভাবে, এসব করে সুমীকে দাবিয়ে রাখতে পারবে, তাহলে ভুল ভাবছে। আমি ছবি বানিয়ে যাব।

এদিকে কয়েক দিন ধরে ফেসবুকের বিভিন্ন পেজ-গ্রুপে ছড়িয়ে পড়েছে রায়হান রাফীর তাণ্ডব-এর শুটিং দৃশ্য। রাজশাহীতে ছবিটির শুটিং চলছিল। খবর পেয়ে সেখানে ভিড় জমায় স্থানীয়রা। এরপর ছবিতে শাকিব খানের লুক তো বটেই, সঙ্গে নায়িকা-সংবাদও ফাঁস হয়ে গেল। এত দিন ধরে সংশ্লিষ্টরা বিষয়টি চেপে রাখলেও ফাঁস হওয়া দৃশ্য থেকে এখন সবারই জানা, তাণ্ডব-এ শাকিবের সঙ্গী সাবিলা নূর। দুজন যখন প্রেমময় দৃশ্যে শট দিচ্ছেন, তখন তাণ্ডব-এর ক্যামেরা ছাড়াও আশপাশের অনেক ক্যামেরা তাঁদের বন্দি করে নেয়। অতঃপর তা ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে।

রাফীর ছবি কিংবা সিরিজের কোনো দৃশ্য মুক্তির আগে কিংবা আনুষ্ঠানিক প্রকাশ ছাড়া ফাঁস হয় না। এদিকটা শক্ত হাতেই বজায় রেখে আসছেন তিনি। অথচ তাণ্ডব-এ সে গোপনীয়তার-বেষ্টনী যেন হাওয়া হয়ে গেল! কেন? তা জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে শুটিংয়ের ব্যস্ততায় রয়েছেন জানিয়ে মন্তব্য দেননি তিনি।

ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, তাণ্ডব নিয়ে দর্শকের প্রবল আগ্রহের কারণে এমনটা ঘটেছে। তাঁর ভাষ্য, আমরা এর আগেও শাকিব খানকে নিয়ে ছবি করেছি। দেশ-বিদেশে শুটিং হয়েছে। রায়হান রাফী, শাকিব খান এবং আলফা আই, সব মিলে দর্শকের মাঝে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সে কারণে আউটডোর শুটিং স্পটে লাখো মানুষ ভিড় করছেন। এত মানুষকে সামলে শুটিং করাও আসলে কঠিন। তবু আমরা ব্যবস্থা নিয়েছি, টিমের সদস্য বাড়িয়েছি। এমনও হয়েছে, একজন ড্রোন উড়িয়ে শুটিংয়ের দৃশ্য নিতে চেয়েছে। আমরা সেটাও শনাক্ত করে নামিয়ে ফেলেছি।

আউটডোরের আগে এফডিসিতে প্রায় ১৫ দিন শুটিং হয়েছে তাণ্ডব-এর। শাকিল বলেন, এফডিসি এমন একটি জায়গা, যেখানে শুটিংয়ের পুরো বিষয়টা নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু তাণ্ডব-এর শুটিং হচ্ছে দেশজুড়ে। দেশের অনেক জায়গায় চিত্রায়ণ হচ্ছে। সেসব স্থানে একটু মুশকিল হচ্ছে। একটা কথা বলি, এখনই ছবিটি নিয়ে যে হাইপ, সামনে তা আরো বেড়ে যাবে। কারণ এই ছবিতে বাঘা বাঘা সব তারকা আছেন, যা কেউ কল্পনাও করেনি।

শাকিল জানান, ১০ মের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাণ্ডব-এর একটি ঝলক সামনে আসবে। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে ছবির একাধিক তারকার সঙ্গে। কোরবানির ঈদে ছবিটি আসবে প্রেক্ষাগৃহে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ