ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

শাবনূরের ফেরা অনিশ্চিত

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
শাবনূরের ফেরা অনিশ্চিত
চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতে অভিনয়ের কথা উঠেছিল মাহফুজ আহমেদ ও শাবনূরের। এই ছবিটিও রয়েছে অনিশ্চয়তায়

এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া বসবাস করেন অভিনেত্রী শাবনূর। ২০১৩ সালে কিছু আশা কিছু ভালোবাসা ছবির পর চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০১৮ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ

প্রায় অর্ধযুগ পর গত বছর আরাফাত হোসাইনের রঙ্গনাএখনো ভালোবাসি নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হন শাবনূর।

এম এস ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র দুটির মহরত অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর ঢাকা ক্লাবে। রঙ্গনার প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও আর চলচ্চিত্র দুটির আপডেট পাওয়া যাচ্ছিল না। তবে কি অনিশ্চয়তায় পড়ে গেল শাবনূরের ফেরা।
গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান এম এস ফিল্মসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রযোজক শাহীন খান বলেন, কী হবে বলতে পারছি না। এখন তো শুটিং করাটাও কঠিন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
বেশ আগে একবার শাবনূর ম্যাডামের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তবে শুটিংয়ের বিষয়ে আলাপ হয়নি। ঈদের পরেও শুটিং হওয়ার সম্ভাবনা নেই। আরো অপেক্ষা করতে চাই।

নির্মাতা আরাফাত বলেন, গল্পে খানিকটা পরিবর্তন আনতে হয়েছে।

এখন গল্পের প্রয়োজনে শাবনূর আপুকে আরো ওজন কমাতে হবে। আপু সেটাই করছেন। এখনো আমরা কোনো শিডিউল ঠিক করিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক মনে হলে তখন আপুর সঙ্গে যোগাযোগ করব। সবাই মিলে সিদ্ধান্ত নেব। ছবি হবে কি হবে না সেটা এখনই বলা যাবে না। অনেকে বলছেন, ছবি দুটি আর হবে না। এসব মনগড়া কথা। আমরা কিছু দিন সময় নিচ্ছি শুধু। এ ছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাতাল হাওয়া ছবিতে শাবনূরের অভিনয়ের কথাও উঠেছিল। তবে শেষ পর্যন্ত ছবিটির কোনো আপডেট পাওয়া যায়নি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান এক সেকেন্ডের নাই ভরসা। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।

আজ ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।

কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

গল্প পছন্দ হলেও পরে অ্যাটলি কুমারের একটি ছবির প্রস্তাব পান তিনি। সেটার গল্প বেশি ভালো লাগায় স্পিরিট ছেড়ে দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

শেয়ার
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট
‘লেটারস ফ্রম দ্য পাস্ট’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ লেটার ফ্রম দ্য পাস্ট। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

বদলে যায় তার জীবনের গল্প। সিরিজটির অভিনয়ে আছেন আইপেক তুর্কতান, গুনিস নেজি সেনসয়, ওনুর তুনা, সেলিন ইয়েনিনসি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

পেয়ারার সুবাস

শেয়ার
পেয়ারার সুবাস
‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া আহসান

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

বউকে নিয়ে ওঠে টিনের ঘরে। বউ আশা করেছিল মুন্সী অনেক ধনী। বড় বাড়িতে বিয়ে হয়েছে তার। সে সচ্ছল আর স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখেছিল।
কিন্তু বাড়িঘরের খাপছাড়া পরিস্থিতি তাকে হতাশ করে। সংসারের প্রতি শুরুতেই তার বৈরাগ্য আসে। স্বামী-স্ত্রীর মধ্যে লাগে দ্বন্দ্ব।

মন্তব্য
টিভি হাইলাইটস

ডেডলিয়েস্ট ক্যাচ

শেয়ার
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ডেডলিয়েস্ট ক্যাচ-এর পর্ব ৪৫০ মাইল স্টর্ম। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।

মন্তব্য

সর্বশেষ সংবাদ