ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭
চলচ্চিত্র

ভালোবাসা আজকাল

শেয়ার
ভালোবাসা আজকাল
‘ভালোবাসা আজকাল’-এ শাকিব খান ও মাহিয়া মাহি

অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়।

মামা-ভাগ্নে মিলে সুমি নামের এক ধনী মেয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সুমি সম্পর্কে সব তথ্যই তারা জানে, তবে চেহারায় চেনে না। এই সুযোগের সদ্ব্যবহার করে বাড়ি থেকে পালানো ধনীর দুলালি ডানা। সুমি সেজে রানার বাড়িতে এসে ওঠে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

চলচ্চিত্র

কথা দাও সাথী হবে

শেয়ার
কথা দাও সাথী হবে
শাকিব খান ও অপু বিশ্বাস

অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর। পরিচালনা সোহানুর রহমান সোহান। দুপুর ২টা ৩০ মিনিট, বৈশাখী।

গল্পসূত্র : মোটরসাইকেলের মেকানিক জীবন।

থাকে বোনের বাসায়। নববর্ষের কনসার্টে গিয়ে দেখা হয় আলোর সঙ্গে। প্রথম দেখায় আলোর প্রেমে পড়ে যায় সে। কিন্তু আলো গুলশানের ধনী পরিবারের কন্যা।
সোজা আলোর বাবার কাছে গিয়ে প্রস্তাব দেয় জীবন। রেগে সন্ত্রাসী মিশা সরকারকে দিয়ে জীবনের বাড়িতে হামলা করায়। ভালোবাসার জন্য মিশার বিরুদ্ধেও লড়াইতে নামে জীবন।

মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর

ফের শুরু হচ্ছে লোকসংগীতের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানা। গতকাল এসেছে আনুষ্ঠানিক ঘোষণা, শুরু হয়েছে নিবন্ধন। এবার বিচারকের দায়িত্বে থাকছেন বাউল শফি মণ্ডল, গায়ক-সংগীত পরিচালক পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। 

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে মানিক মিয়া এভিনিউর কনসার্টে একটি হিপহপ দলের শব্দচয়ন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আসিফ আকবর।

এ ধরনের শব্দ বিটিভির মতো রাষ্ট্রীয় চ্যানেলে প্রচারের ক্ষেত্রেও সাবধান থাকার আহবান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার দুটি ছবি। একটি মার্কিন ছবি ওয়েপনস, অন্যটি তুর্কি হরর ফ্র্যাঞ্চাইজি সিকিন-এর অষ্টম কিস্তি।

অবশেষে শুরু হচ্ছে দর্শকপ্রিয় দ্য ব্যাটম্যান-এর দ্বিতীয় কিস্তির শুটিং।

আগামী বছরের মার্চ নাগাদ শুরু হবে চিত্রায়ণ, আর মুক্তি ২০২৭ সালের অক্টোবরে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

লাভ হার্টস

শেয়ার
লাভ হার্টস
‘লাভ হার্টস’ ছবির দৃশ্য

৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অ্যাকশন-কমেডি লাভ হার্টস। গতকাল ছবিটি এসেছে জিও হটস্টারে। হঠাৎ এক রক্তে রাঙা খাম আসে মারভিন মিলওয়াকির কাছে। পাঠিয়েছে তারই পুরনো বন্ধু রোজ, যাকে মৃত ভেবে ফেলে এসেছিল সে।

খামের সূত্র ধরে আবারও এক অন্ধকার জগতে ঢুকে পড়ে মারভিন। অভিনয়ে আছেন কে হুয়ে কুয়ান, আরিয়ানা দিবোজ, ড্যানিয়েল উ, মোস্তফা শাকির প্রমুখ।

মন্তব্য
টিভি হাইলাইটস

যে স্বপ্ন ভালোবাসি না

শেয়ার
যে স্বপ্ন ভালোবাসি না
‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকে এফএস নাঈম ও তানিয়া বৃষ্টি

মাছরাঙা টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে একক নাটক যে স্বপ্ন ভালোবাসি না। রচনা প্রশান্ত অধিকারী, পরিচালনা জহির খান। অভিনয়ে এফএস নাঈম, তানিয়া বৃষ্টি, রহিম সুমন রাজিব ঘোষ, ত্বহা খান, হামিদুর রহমান প্রমুখ।

 

উইটনেস

আল জাজিরায় বিকেল ৩টা ৩০ মিনিটে উইটনেস আয়োজনে রয়েছে তথ্যচিত্র গার্ল মিটস ওয়ার

১৫ বছর বয়সী স্কুলছাত্রী শুরিনাকে বেছে নেওয়া হয় স্কুলের নাটকে বিশ্বযুদ্ধে আত্মদানকারী পাইলটের চরিত্র করতে। এর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গায় যায় সে, যুদ্ধের ভয়াবহতা ও আবেগ ভর করে তার ওপর। তথ্যচিত্রটি বানিয়েছেন চেং হেরাং শিং।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ