অপি করিমকে পর্দায় দেখা যায় কালেভদ্রে, বিশেষ কোনো উপলক্ষে। এই যেমন নারী দিবস উপলক্ষে কাজ করলেন একটি ওয়েব কনটেন্টে। যেখানে নারীদের নিয়ে কিছু ‘না-বলা সত্য’ বলেছেন অভিনেত্রী। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে কনটেন্টটি।
অপি করিমকে পর্দায় দেখা যায় কালেভদ্রে, বিশেষ কোনো উপলক্ষে। এই যেমন নারী দিবস উপলক্ষে কাজ করলেন একটি ওয়েব কনটেন্টে। যেখানে নারীদের নিয়ে কিছু ‘না-বলা সত্য’ বলেছেন অভিনেত্রী। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে কনটেন্টটি।
সম্পর্কিত খবর
■ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘সূর্য দীঘল বাড়ি’খ্যাত বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
■ গানচিত্রের মডেল হয়েছেন শবনম বুবলী। তানিম রহমান অংশুর নির্মাণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে গানচিত্রটির শুটিং।
■ ক্যানসারে আক্রান্ত ‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। ব্যান্ডটি থেকে অনেক আগেই তিনি সরে এসেছেন। তবে সে ব্যান্ডটি এগিয়ে এসেছে তাঁর চিকিৎসা সহায়তায়।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে যেসব গান প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, সেই গানগুলো এবার পাওয়া যাবে এক মলাটে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে ‘জুলাইয়ের গান’ শিরোনামে বইটি শিগগির প্রকাশ করা হবে। মনজুর হোসেন বলেন, “আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।
দুই সিজনের সাফল্যের পর নেটফ্লিক্সে চলছে কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজন। শনিবার এসেছে নতুন পর্ব। এতে অতিথি হয়েছেন ওটিটির চার তারকা অভিনেতা—জয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা, জিতেন্দ্র কুমার ও প্রতীক গান্ধী। তাঁদের সঙ্গে মজাদার আড্ডায় কপিল শর্মার সঙ্গে রয়েছেন সুনীল গ্রোভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক প্রমুখ।
অভিনয়ে ওমর সানী, পপি, হুমায়ুন ফরীদি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : কেরামত আলী ব্যাপারী খুবই লোভী ও অহংকারী মানুষ।