ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

যুক্তরাষ্ট্রের ১০ শহরে প্রীতমের কনসার্ট

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
যুক্তরাষ্ট্রের ১০ শহরে প্রীতমের কনসার্ট
প্রীতম হাসান ছবি : সংগৃহীত

সাধারণত সংগীতের আন্তর্জাতিক তারকারা কনসার্ট ট্যুর করেন। দিন-তারিখ ও ভেন্যু চূড়ান্ত করে ঘোষণা দেন ট্যুরের। এরপর যথাসময়ে গানে গানে মাতিয়ে তোলেন ভক্তদের। বাংলাদেশি সংগীতশিল্পীদের ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা ঘটে না।

অনেকেই বিদেশে গাইতে যান, তবে এমন একগুচ্ছ কনসার্টের পরিকল্পিত ট্যুর কাউকে করতে দেখা যায়নি। যেটা করতে চলেছেন প্রীতম হাসান। যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরের ঘোষণা দিয়েছেন হালের এই সংগীত তারকা। জানালেন, এক-দুটি নয়, ট্রাম্পের দেশের ১০টি শহরে গাইবেন তিনি—ডালাস, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, বস্টন, নিউ জার্সি, সান জোস, লস অ্যাঞ্জেলেস, হস্টন ও মিশিগান।

ট্যুরের ঘোষণা পোস্টারের ক্যাপশনে প্রীতম লিখেছেন, ‘তৈরি হয়ে যাও আমেরিকা, কয়েক মাসের মধ্যেই দেখা হচ্ছে।’

এদিকে গানের পাশাপাশি প্রীতম এখন অভিনেতা হিসেবেও জনপ্রিয়। কিছুদিন আগেই চরকিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ছবি ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের ছবিটিতে তাঁর সহশিল্পী তানজিন তিশা ও পারশা মাহজাবীন পূর্ণী।

মুক্তির পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। অন্যদিকে প্রীতমের সর্বশেষ প্রকাশিত গান ‘বাগান বিলাস’ এসেছে জানুয়ারিতে। এটিও জিতে নিয়েছে শ্রোতাদের মন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিনসরজমিন

শেয়ার
সরজমিনসরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ