ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
আরো খবর

গান, আবৃত্তি ও আলোচনায় : মমতাজউদদীন আহমদ স্মরণ

শেয়ার
গান, আবৃত্তি ও আলোচনায় :  মমতাজউদদীন আহমদ স্মরণ
মমতাজউদদীন আহমদ [১৯৩৫—২০১৯]

দেশের নাট্যাঙ্গনের অন্যতম গুণীজন মমতাজউদদীন আহমদের জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ তিনি ৯১তম জন্মজয়ন্তী উদযাপন করতেন। তবে জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে তাঁর নাটকের দল থিয়েটার। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান।

যেখানে মমতাজউদদীনের নাটকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমার স্বাধীনতা প্রবন্ধ নিয়ে হবে আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের [জাবি] বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারহানা আখতার। মূল আলোচনায় অংশ নেবেন জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন, নাট্যজন আফরোজা বানু, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. আইরিন পারভীন লোপা প্রমুখ। সভাপতিত্ব করবেন থিয়েটার-এর উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য প্রদীপ বণিক।
 

থিয়েটার-এর দপ্তর ও প্রচার সম্পাদক রানা মাসুদ জানান, অনুষ্ঠানের বিভিন্ন পর্বে থাকবে সংগীত, আবৃত্তি ও পাঠ-অভিনয়। আয়োজনটি সবার জন্য থাকছে উন্মুক্ত।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

রেদওয়ান রনির দম-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।

অভিনয়ে থাকবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।

একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

amazonprime টিন সোলজার

শেয়ার
amazonprime টিন সোলজার
‘টিন সোলজার’ ছবির দৃশ্য

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার টিন সোলজারবুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

স্ত্রীকে খুঁজতে ফের বোকুশির ঘাঁটিতে যায় সে। ছবিটির অভিনয়ে আছেন জেমি ফক্স, রবার্ট ডি নিরো, স্কট ইস্টউড প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

পোড়ামন ২

শেয়ার
পোড়ামন ২
সিয়াম ও পূজা চেরী

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

সুজনকে ভালোবাসে পরী। দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুজন ধরা পড়ে পরীর ভাইয়ের কাছে। সুজনকে জখম করে রাস্তার পাশে ফেলে আসে।
সুজন মরে গেছে ভেবে ফাঁস দেয় পরী। মৃত্যুপথযাত্রী সুজন এসে দেখে পরীর মরদেহ। কেউ আত্মহত্যা করলে তার জানাজা হয় না, এই ভেবে অদ্ভুত এক সিদ্ধান্ত নেয় সুজন।

মন্তব্য
টিভি হাইলাইটস

সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

শেয়ার
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী
গ্র্যান্ড ফিনালের তিন প্রতিযোগী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামালএই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।

প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন ১০ লাখ এবং ৫ লাখ টাকা।

 

মুখোমুখি অভিষেক

বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।

ক্রিকেট নিয়ে তাঁর ভাবনা ও আবেগের কথা শুনেছেন ক্রীড়া সাংবাদিক আর্চি কল্যাণ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ