আমার মায়ের পছন্দের পত্রিকা কালের কণ্ঠ
বিদ্যা সিনহা মিম অভিনেত্রী
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভ কামনা। প্রথম থেকেই পত্রিকাটি আমি পড়ি। বিশেষ করে আমার মায়ের পছন্দের পত্রিকা কালের কণ্ঠ। ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন।
আমার মায়ের পছন্দের পত্রিকা কালের কণ্ঠ
বিদ্যা সিনহা মিম অভিনেত্রী
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভ কামনা। প্রথম থেকেই পত্রিকাটি আমি পড়ি। বিশেষ করে আমার মায়ের পছন্দের পত্রিকা কালের কণ্ঠ। ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন।
সঙ্গে আছি, থাকব
দিলশাদ নাহার কণা কণ্ঠশিল্পী
আমার ক্যারিয়ারের উত্থানের শুরু আর কালের কণ্ঠর যাত্রা একই সময়ে। ২০১০ সালের কথা, তখন থেকেই পত্রিকাটি আমাকে সাপোর্ট দিয়ে গেছে।
বরাবরই নতুনদের পাশে থেকেছে
ইমরান মাহমুদুল সংগীতশিল্পী
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। ক্যারিয়ারের শুরু থেকেই কালের কণ্ঠের সঙ্গে আমার সখ্য। এখনো মনে আছে, ‘সেরা কণ্ঠ’ থেকে বের হয়ে তখন সবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছি। সেই সময়ে কালের কণ্ঠ আমাকে নিয়ে অনেক বড় একটি ফিচার করেছিল, ছবিও দিয়েছিল বড় করে। এটা একজন তরুণ শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার। এ স্মৃতিটা মনে থাকবে। পরবর্তী সময়েও দেখেছি, কালের কণ্ঠ বরাবরই নতুন, প্রতিভাবান শিল্পীদের পাশে থেকেছে। উৎসাহ দিয়েছে। নিত্য-নতুন খবরাখবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে। আমার প্রত্যাশা, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। কালের কণ্ঠের জন্য অনেক শুভকামনা।
এখনো বাড়িতে পেপার কাটিংটা আছে
বাপ্পী চৌধুরী অভিনেতা
কালের কণ্ঠর বয়সের সঙ্গে আমার ক্যারিয়ারের একটা দারুণ মিল রয়েছে। ২০১০ সালের ১০ জানুয়ারি প্রিয় পত্রিকাটি বাজারে এসেছিল। আমি তখন টুকটাক মডেলিং করতাম। ২০১২ সালে যখন জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে কাজ শুরু করেছিলাম তখন থেকেই পত্রিকাটিকে পাশে পেয়েছি। আমাকে আর মাহিয়া মাহিকে নিয়ে বড় একটা ফিচার করেছিল। ছবিটি যখন মুক্তি পায় তখনো আমাদের নিয়ে অর্ধপৃষ্ঠা কভারেজ দিয়েছিল। এখনো বাড়িতে পেপার কাটিংটা আছে। প্রিয় পত্রিকা ১৫ বছর পার করল, এটা অনেক আনন্দের। শত বছর পার করুক কালের কণ্ঠ।
কালের কণ্ঠ মেধার মূলায়ন করে
সালহা খানম নাদিয়া অভিনেত্রী
কালের কণ্ঠকে সব সময় পাশে পেয়েছি। ভালো-মন্দ সব কাজের খবর তারা তুলে ধরে। আমার অসুস্থতার সময়ও তারা খোঁজ-খবর নিয়েছে। আমার বিয়ের খবরটিও অত্যন্ত যত্নসহকারে প্রকাশ করেছে। আমার প্রত্যাশা, ভবিষ্যতেও পত্রিকাটিকে এভাবে পাশে পাব। আরেকটা বিষয়, কালের কণ্ঠ প্রতিভাবান শিল্পীদের খুঁজে খুঁজে তাঁদের সংবাদ প্রকাশ করে। যে কয়েকটি গণমাধ্যম প্রকৃত মেধার মূল্যায়ন করে, কালের কণ্ঠ তাদের অন্যতম। আগামীর জন্য একটাই চাওয়া, কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট হবে—এমন ব্যক্তিগত বিষয় নেতিবাচকভাবে সামনে আনবে না।
সম্পর্কিত খবর
গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।
অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।
বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।