ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
কালের কণ্ঠের ১৫

তাঁদের শুভেচ্ছা ও প্রত্যাশা

  • পথচলার দেড় দশক পাড়ি দিল দৈনিক কালের কণ্ঠ। এই দীর্ঘ সময়ে শোবিজ অঙ্গনের খবরাখবর সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করে আসছে পত্রিকাটির বিনোদন বিভাগ। তাই ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোবিজের তারকারা জানালেন শুভেচ্ছা। সেই সঙ্গে জানিয়েছেন কালের কণ্ঠের প্রতি তাঁদের প্রত্যাশার কথা
শেয়ার
তাঁদের শুভেচ্ছা ও প্রত্যাশা

আমার মায়ের পছন্দের পত্রিকা কালের কণ্ঠ

বিদ্যা সিনহা মিম অভিনেত্রী

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভ কামনা। প্রথম থেকেই পত্রিকাটি আমি পড়ি। বিশেষ করে আমার মায়ের পছন্দের পত্রিকা কালের কণ্ঠ। ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন।

তবে এ পত্রিকাটি ভালোকেই প্রকাশ করে সবার আগে। আমার ক্যারিয়ারের যত অর্জন তা ফলাও করে প্রকাশ করেছে কালের কণ্ঠ, এই কথা অকপটে স্বীকার করব। পনেরো কিন্তু একটা বিশেষ সংখ্যা। চাহিদা না থাকলে এত বড় পরিসরে একটি পত্রিকা ১৫ বছর পার করতে পারত না।
আমার মনে আছে, আংশিক নয় পুরো সত্য স্লোগান নিয়ে পত্রিকাটি যখন বাজারে এসেছিল। আগামীতেও চাই তারা তাদের স্লোগানকে সামনে রেখে পথ চলুক।

  তাঁদের শুভেচ্ছা ও প্রত্যাশা

সঙ্গে আছি, থাকব

দিলশাদ নাহার কণা কণ্ঠশিল্পী

আমার ক্যারিয়ারের উত্থানের শুরু আর কালের কণ্ঠর যাত্রা একই সময়ে। ২০১০ সালের কথা, তখন থেকেই পত্রিকাটি আমাকে সাপোর্ট দিয়ে গেছে।

আজকের কণা হয়ে ওঠার পেছনে কালের কণ্ঠর অবদান আছে। আমার প্রতিটা সফলতাই পত্রিকাটি প্রকাশ করেছে। এই পত্রিকাটির একটা বিশেষ দিক আমাকে প্রভাবিত করে, কখনো অহেতুক নেগেটিভ নিউজ করে না। সাধারণ মানুষের মতো সফলতা ও ব্যর্থতা নিয়েই তারকার জীবন। অনেকে ব্যর্থতাটাকেই বেশি করে তুলে ধরে।
কালের কণ্ঠ এ কাজটা করে না।  দেখতে দেখতে পনেরো বছর পার করছে প্রিয় পত্রিকাটি। আগামীতেও তার গৌরবের পথ সচল থাকুক, এটাই চাই। কালের কণ্ঠর সঙ্গে আছি, সঙ্গে থাকব।

  তাঁদের শুভেচ্ছা ও প্রত্যাশা

বরাবরই নতুনদের পাশে থেকেছে

ইমরান মাহমুদুল সংগীতশিল্পী

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। ক্যারিয়ারের শুরু থেকেই কালের কণ্ঠের সঙ্গে আমার সখ্য। এখনো মনে আছে, সেরা কণ্ঠ থেকে বের হয়ে তখন সবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছি। সেই সময়ে কালের কণ্ঠ আমাকে নিয়ে অনেক বড় একটি ফিচার করেছিল, ছবিও দিয়েছিল বড় করে। এটা একজন তরুণ শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার। এ স্মৃতিটা মনে থাকবে। পরবর্তী সময়েও দেখেছি, কালের কণ্ঠ বরাবরই নতুন, প্রতিভাবান শিল্পীদের পাশে থেকেছে। উৎসাহ দিয়েছে। নিত্য-নতুন খবরাখবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে। আমার প্রত্যাশা, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। কালের কণ্ঠের জন্য অনেক শুভকামনা।

  তাঁদের শুভেচ্ছা ও প্রত্যাশা

এখনো বাড়িতে পেপার কাটিংটা আছে

বাপ্পী চৌধুরী অভিনেতা

কালের কণ্ঠর বয়সের সঙ্গে আমার ক্যারিয়ারের একটা দারুণ মিল রয়েছে। ২০১০ সালের ১০ জানুয়ারি প্রিয় পত্রিকাটি বাজারে এসেছিল। আমি তখন টুকটাক মডেলিং করতাম। ২০১২ সালে যখন জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রঙ ছবিতে কাজ শুরু করেছিলাম তখন থেকেই পত্রিকাটিকে পাশে পেয়েছি। আমাকে আর মাহিয়া মাহিকে নিয়ে বড় একটা ফিচার করেছিল। ছবিটি যখন মুক্তি পায় তখনো আমাদের নিয়ে অর্ধপৃষ্ঠা কভারেজ দিয়েছিল। এখনো বাড়িতে পেপার কাটিংটা আছে। প্রিয় পত্রিকা ১৫ বছর পার করল, এটা অনেক আনন্দের। শত বছর পার করুক কালের কণ্ঠ।

তাঁদের শুভেচ্ছা ও প্রত্যাশা

কালের কণ্ঠ মেধার মূলায়ন করে

সালহা খানম নাদিয়া অভিনেত্রী

কালের কণ্ঠকে সব সময় পাশে পেয়েছি। ভালো-মন্দ সব কাজের খবর তারা তুলে ধরে। আমার অসুস্থতার সময়ও তারা খোঁজ-খবর নিয়েছে। আমার বিয়ের খবরটিও অত্যন্ত যত্নসহকারে প্রকাশ করেছে। আমার প্রত্যাশা, ভবিষ্যতেও পত্রিকাটিকে এভাবে পাশে পাব। আরেকটা বিষয়, কালের কণ্ঠ প্রতিভাবান শিল্পীদের খুঁজে খুঁজে তাঁদের সংবাদ প্রকাশ করে। যে কয়েকটি গণমাধ্যম প্রকৃত মেধার মূল্যায়ন করে, কালের কণ্ঠ তাদের অন্যতম। আগামীর জন্য একটাই চাওয়া, কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট হবেএমন ব্যক্তিগত বিষয় নেতিবাচকভাবে সামনে আনবে না।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ