ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
দেখা থেকে লেখা

৮ নম্বর বাস থেকে সেগুনবাগিচার ফ্ল্যাটে

দাউদ হোসাইন রনি
দাউদ হোসাইন রনি
শেয়ার
৮ নম্বর বাস থেকে সেগুনবাগিচার ফ্ল্যাটে

রাত সাড়ে ১১টা। কারওয়ান বাজারের সিগনালে ধাক্কাধাক্কি করে ৮ নম্বর লোকাল বাসে উঠেছি। সিট খালি নেই। একেবারে শেষের ৫ সিটের একটি ফাঁকা।

হুড়াহুড়ি করে গেলাম শূন্যস্থান পূরণ করতে। বসতে গিয়ে একটু ইতস্ততবোধ করলাম। পাশের লোকটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। দেখতে হুবহু প্রবীর মিত্রের মতো! কী সব ভাবছি? তাঁর মতো পর্দাকাঁপানো নবাব ৮ নম্বর লোকাস বাসে আসবেন কোত্থেকে! তাও এই মধ্যরাতে।
আগবাড়িয়ে জিজ্ঞেস করারও সাহস হলো না। আমার মতো বহু মানুষের কৌতূহলী চোখ দেখে তিনি অভ্যস্ত। হয়তো এ কারণেই চোখে-মুখে একটা চোরা হাসি জিইয়ে রাখলেন। তাতে কৌতূহলটা আরো বাড়ল।
তাঁর গায়ে যেন আমার গা না লাগে, সাধ্যমতো চেষ্টা করলাম। বিষয়টা তিনি লক্ষ্য করলেন, ভরাট গলায় বললেন, আরেকটু চেপে বসেন, সমস্যা নেই।

গলার স্বরও হুবহু প্রবীর মিত্রের মতো। সিনেমার মতোই ভাবনায় এলো, এমনও হতে পারে তিনি প্রবীর মিত্রের জমজ ভাই। ঠিক তখনই বাসের হেলপার এসে বাজখাই গলায় ভাড়া চাইল, দিলাম।

তিনিও পকেট থেকে টাকা বের করলেন; কিন্তু হেলপার কিছুতেই তাঁর কাছ থেকে ভাড়া নেবেন না। টেকা দিয়া আপনের সিনেমা দেখছি। এখন সামনাসামনি দেখলাম, মনে করেন এইটা আপনেরে সামনাসামনি দেখনের টিকেটের টেকা, বলেই ছেলেটা খিল খিল করে হাসতে লাগল। ততক্ষণে নিশ্চিত হলাম, এতক্ষণ আমি প্রবীর মিত্রের সঙ্গে বাস জার্নি করছি। টাকাটা হেলপারের পকেটে গুঁজে দিয়ে উঠে দাঁড়ালেন প্রবীর মিত্র। তাঁর নামার সময় হলো। প্রেস ক্লাবের সামনে নেমে গেলেন। জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কোনদিকে যাচ্ছেন তিনি। কিন্তু না, কোনো হদিস পাইনি।

২০১০ সালে তাঁর সেগুনবাগিচার ফ্ল্যাটে সামনাসামনি বসে ঘটনাটা বললাম। ৮-৯ বছর আগের ঘটনা শুনে তিনি মুচকি হাসেন। বলেন, আমি প্রায়ই লোকাল বাসে চড়ি। ভালো লাগে। মানুষের কৌতূহলী চোখ আমার ভালো লাগে। মানুষের সঙ্গে মিশলে নিজেকে শেকড়ে বাঁধা মনে হয়। সিনেমার মানুষ হয়েছি বলে বাসে, হাটে-বাজারে সাধারণ মানুষের সঙ্গে বসা যাবে না, আমার মধ্যে এমন কোনো ইগো কাজ করে না।

বন্ধুদের আড্ডায় আমরা আনোয়ার হোসেনকে বলতাম কিং অব হার্ট অ্যাটাক। গত শতাব্দীর নব্বইয়ের দশকের সিনেমার পর্দায় তিনি এলেই একটি হঠাৎ মৃত্যুদৃশ্যের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখত দর্শক। আনোয়ার হোসেনের পর সেই স্থান পাকাপাকিভাবে দখল করেন প্রবীর মিত্র। দুজনই পর্দার নবাব সিরাজদ্দৌলা, প্রথমজন সাদাকালো নবাব, দ্বিতীয়জন রঙিন। দুই নবাব-এরই অভিনয়জীবনের শেষটাকে প্রায় অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন চরিত্রের করে তুলেছিলেন ঢাকাই ছবির নির্মাতারা। এই প্রসঙ্গ উঠতেই সেদিন প্রবীর মিত্র লম্বা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। পরশু রাতে যখন তাঁর মৃত্যুর খবর পেলাম, সেই দীর্ঘশ্বাসটা গায়ে কাঁটার মতো এসে বিঁধল। দীর্ঘশ্বাস ফেলে সেদিন যে কথাটা বলেছিলেন, পরে সেটা ছাপতে মানাও করলেন। তাতে তাঁর কাজ পেতে সমস্যা হতো। কথাটা এখন বলাই যায়। কারণ এখন তিনি কাজ পাওয়া না-পাওয়ার ঊর্ধ্বে পৌঁছে গেছেন। বলেছিলেন, ঢাকাই ছবির শুরু থেকে এখন পর্যন্ত ডিরেক্টররা শুধু ছবি হিট করানোর ফর্মুলা কপি করে গেছেন। কোনো ছবি হিট করলে, সে গল্পটাকে এদিক-সেদিক করে গোটা দশেক ছবি করে গেছেন। কেউ ভালো ছবি বা নতুন কিছু করেছেন, কিন্তু সেটা হিট হয়নি; সেদিকে পা মাড়াত না কেউ। এই করে করে শিল্পটা মরে গেছে। অভিনয়শিল্পীদের নিয়ে পর্দায় খেল দেখানোর কথা তাদের মাথায়ই আসেনি। আমার কথা বাদই দেন, আনোয়ার হোসেন-খলিল ভাইয়ের মতো অভিনেতাদের কত কিছু দেওয়ার ছিল। কিছুই হলো না।

এই প্রজন্মের অনেকেই তিতাস একটি নদীর নাম, চরিত্রহীন, রাজলক্ষ্মী শ্রীকান্ত, পরিণীতা, দহন বা বড় ভালো লোক ছিল-এর প্রবীর মিত্রকে দেখেনি। দেখেছে সদা মৃত্যুর জন্য প্রস্তুত গোটা পঞ্চাশেক ছবির পার্শ্বচরিত্রের অভিনেতাকে। যে কারণে তাঁর মৃত্যুর পর বড় ভালো লোক ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন আবেগি শোকগাথা দেখা যায়নি।

ঢাকাই ছবির ইতিহাসে তবু তিনি থাকবেন অমলিন। পর্দার অগণিত মৃত্যু যাঁকে পরাজিত করতে পারেনি, বাস্তব জীবনের শুধু একটি মৃত্যু কি তাঁকে ভুলিয়ে দেবে? অসম্ভব।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

রেদওয়ান রনির দম-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।

অভিনয়ে থাকবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।

একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

amazonprime টিন সোলজার

শেয়ার
amazonprime টিন সোলজার
‘টিন সোলজার’ ছবির দৃশ্য

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার টিন সোলজারবুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

স্ত্রীকে খুঁজতে ফের বোকুশির ঘাঁটিতে যায় সে। ছবিটির অভিনয়ে আছেন জেমি ফক্স, রবার্ট ডি নিরো, স্কট ইস্টউড প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

পোড়ামন ২

শেয়ার
পোড়ামন ২
সিয়াম ও পূজা চেরী

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

সুজনকে ভালোবাসে পরী। দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুজন ধরা পড়ে পরীর ভাইয়ের কাছে। সুজনকে জখম করে রাস্তার পাশে ফেলে আসে।
সুজন মরে গেছে ভেবে ফাঁস দেয় পরী। মৃত্যুপথযাত্রী সুজন এসে দেখে পরীর মরদেহ। কেউ আত্মহত্যা করলে তার জানাজা হয় না, এই ভেবে অদ্ভুত এক সিদ্ধান্ত নেয় সুজন।

মন্তব্য
টিভি হাইলাইটস

সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

শেয়ার
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী
গ্র্যান্ড ফিনালের তিন প্রতিযোগী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামালএই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।

প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন ১০ লাখ এবং ৫ লাখ টাকা।

 

মুখোমুখি অভিষেক

বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।

ক্রিকেট নিয়ে তাঁর ভাবনা ও আবেগের কথা শুনেছেন ক্রীড়া সাংবাদিক আর্চি কল্যাণ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ