ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

নিশ্চয়তার অপেক্ষায় ফারিণ

  • পশ্চিমবঙ্গের তারকা দেবের সঙ্গে ‘প্রতীক্ষা’য় অভিনয়ের কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে ছবিটি থেকে সরে আসেন তাসনিয়া ফারিণ। সম্প্রতি নতুন ছবি ‘প্রজাপতি ২’-এর ঘোষণা দিলেন দেব। ফের গুঞ্জন ছড়াল, এই ছবিতে দেখা যাবে ফারিণকে। গুঞ্জনের সূত্র ধরে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
শেয়ার
নিশ্চয়তার অপেক্ষায় ফারিণ
তাসনিয়া ফারিণ ছবি : সংগৃহীত
নিঃসন্দেহে একটি দুর্দান্ত বছর পার করেছি। অনেক কাজ বাণিজ্যিকভাবে সফল হয়েছে। কণ্ঠশিল্পী হিসেবেও অভিষেক হয়েছে আমার। নতুন বছরেও সাফল্যের সেই ধারা অব্যাহত রাখতে চাই

নিশ্চয়তার অপেক্ষা

অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ থেকে ফারিণ সরে এসেছিলেন বটে।

তবে ছবিটিও আর হয়নি; বরং ‘প্রজাপতি ২’ হতে যাচ্ছে অভিজিতের সেই ছবি। যেখানে দেব ছাড়াও থাকবেন মিঠুন চক্রবর্তীর মতো নন্দিত অভিনেতা। তবে নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে শোনা যাচ্ছে, ফারিণকে দেখা যাবে ছবিটিতে।
এ নিয়ে নির্মাতা অবশ্য মুখ খোলেননি। ফারিণের কাছ থেকেও মেলেনি সম্ভাবনার আলো। তিনি বলেন, ‘পত্র-পত্রিকার খবরগুলো আমার নজরেও এসেছে। আসলে আমার সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি।
কনফার্ম হলে আমি নিজেই জানাব।’ ২০২৩ সালে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক হয় ফারিণের। সে ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। ফলে এটুকু আঁচ করাই যায়, টালিগঞ্জে ফারিণের কদর রয়েছে। সেখানে অন্য কোনো ছবি করছেন না? এ প্রশ্নের বিপরীতেও অপেক্ষায় রাখলেন তিনি।
বলেন, ‘এখনকার পরিস্থিতি তো একটু ব্যতিক্রম। একদম চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না।’

 

‘হাউ সুইট’ কতটা সুইট

গত বছর কাজল আরেফিন অমির ওয়েব ছবি ‘অসময়’-এ অভিনয় করেছেন ফারিণ। ছবিটি ব্যাপক আলোচনাও তৈরি করেছিল। এবার অমির ‘হাউ সুইট’-এ অভিনয় করলে। কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে শুটিং। প্রকাশ্যে এসেছে ফার্স্টলুক পোস্টারও। যেখানে হাস্যোজ্বলরূপে দেখা দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নাম ‘হাউ সুইট’ হলেও শুটিংয়ে একটু তিক্ত ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের। একটি দৃশ্যের শুটিংয়ে আহত হয়েছিলেন ফারিণ, অপূর্ব ও সাইদুর রহমান পাভেল। ছবিটির অভিজ্ঞতা জানতে চাইলে ফারিণ বলেন, ‘বেশ মজার ছিল। অ্যাকসিডেন্টের কারণে অবশ্য একটা তিক্ত অভিজ্ঞতা হলো। এ ছাড়া খুব মজার মধ্যেই প্রতিদিন শুটিং করেছি আমরা। এখন আপাতত সবাই সুস্থ। তবে আমার হয়তো একটা প্লাস্টিক সার্জারি করানো লাগতে পারে।’

 

ভালোবাসা দিবসের কাজ

‘হাউ সুইট’ রোম্যান্টিক-কমেডি ছবি। ভালোবাসা দিবস উপলক্ষে এটি মুক্তি পাবে বঙ্গতে। এ ছাড়া ভ্যালেন্টাইন উপলক্ষে কোনো নাটক করছেন কি? ‘ভালোবাসা দিবসে নাটক আসতেও পারে, না-ও পারে। আগের কিছু নাটক করা আছে। তবে নতুন করে এখনো কোনো নাটকের শুটিং করিনি’—জবাব দিলেন ফারিণ।

 

ছবি নিয়ে চুপচাপ

গত বছর ‘ফাতিমা’ দিয়ে দেশের বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কারও জিতেছিল। এরপর নতুন কোনো ছবিতে অভিনয় করছেন কি না, তা এখনই বলতে চান না ফারিণ। এ ছাড়া গেল বছর ভিকি জাহেদের সিরিজ ‘চক্র’তে অভিনয় করেও অসামান্য সাড়া পেয়েছেন তিনি। এই সিরিজের দ্বিতীয় সিজন আসার কথা মার্চ-এপ্রিল নাগাদ। তবে এখনো শুটিং শিডিউল হয়নি বলে জানালেন অভিনেত্রী।

 

ফিরে দেখা ২০২৪

বলতে গেলে, ক্যারিয়ারের সফলতম বছর পার করেছেন ফারিণ। গত বছরের আলোচিত ছবি, গান কিংবা ওটিটি কনটেন্ট, সবেতেই তাঁর উপস্থিতি। শিহাব শাহীনের ছবি ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শককে। ওয়েবে ছিলেন ‘অসময়’ ও ‘চক্র’-এর মতো কাজে। আবার বছরের অন্যতম জনপ্রিয় গান ‘রঙে রঙে রঙিন হবো’ গেয়েছেন তাহসানের সঙ্গে। বছরটি নিয়ে পর্যালোচনা জানতে চাইলে ফারিণ বলেন, ‘নিঃসন্দেহে একটি দুর্দান্ত বছর পার করেছি। অনেক কাজ বাণিজ্যিকভাবে সফল হয়েছে। কণ্ঠশিল্পী হিসেবেও অভিষেক হয়েছে আমার। নতুন বছরেও সাফল্যের সেই ধারা অব্যাহত রাখতে চাই।’

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ