মানুষ এখন নিজেই বাস্তবতার সঙ্গে লড়ছে। প্রতিনিয়ত জীবনযাপন কঠিনতর হচ্ছে। এই সময় পর্দার রিয়ালিটি শো কে দেখবে বলেন?
আমেরিকা গিয়েছিলেন। এবারের সফর কেমন হলো?
একটা পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়েছিলাম।
মানুষ এখন নিজেই বাস্তবতার সঙ্গে লড়ছে। প্রতিনিয়ত জীবনযাপন কঠিনতর হচ্ছে। এই সময় পর্দার রিয়ালিটি শো কে দেখবে বলেন?
আমেরিকা গিয়েছিলেন। এবারের সফর কেমন হলো?
একটা পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়েছিলাম।
আমেরিকায় তো আপনার একটা ছবি নির্মাণের কথা ছিল, সেটার খবর কী?
গল্প, গানসহ অন্যান্য প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন করেছি। এবার গিয়ে প্রযোজকের সঙ্গে কথা চূড়ান্ত করেছি। ছবির নাম দিয়েছি ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’। নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু করব আমেরিকায়।
কালের কণ্ঠর ডিজিটাল প্ল্যাটফরমের জন্য কী করতে চলেছেন?
‘কালের কণ্ঠ’র সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। ২০১০ সালের ১০ জানুয়ারি যেদিন পত্রিকাটি বাজারে আসে সেদিন থেকেই বাসায় পত্রিকাটি রাখি। তারাও আমার ছবি নির্মাণসহ যত ধরনের কাজ হাতে নিয়েছি সব সময় গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
একটা সময় টিভি চ্যানেলগুলোতে রিয়ালিটি শো হতো হরদম। এখন সেটা হচ্ছে না বললেই চলে। হঠাৎ রিয়ালিটি শোর বাজার পড়ে যাওয়ার কারণ কী বলে মনে করছেন?
প্রথম কারণ আমরা এত বেশি এটা করে ফেলেছি যে, দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ থেকে শুরু করে ‘সুপার হিরো সুপার হিরোইন’—যত জনপ্রিয় রিয়েলিটি শো হয়েছে সবগুলোর উপস্থাপক আমি। একটা সময় নিজেও চ্যানেল কর্তৃপক্ষকে বলেছি একটা বিরতি দিতে। তাহলে দর্শকের আগ্রহ বজায় থাকবে। তারা সেটা মানেনি, ফলে যা হওয়ার তা-ই হয়েছে। আর মানুষ নিজেই এখন বাস্তবতার সঙ্গে লড়ছে। প্রতিনিয়ত জীবনযাপন কঠিনতর হচ্ছে। এই সময় পর্দার রিয়ালিটি শো কে দেখবে বলেন?
‘তুমি যেখানে আমি সেখানে’ নামে একটা ছবির শুটিং শুরু করেছিলেন। সেটার কাজ কত দূর এগোলো?
৭০ শতাংশ কাজ করেছি আগেই। এরপর তো ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলো। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র গুছিয়ে এনেছে। বাকি ৩০ ভাগের শুটিং করব এখন। ইচ্ছা আছে আগামী বছর দুই ঈদের মাঝখানে ছবিটি মুক্তি দেওয়ার।
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন সামনে। আপনি নির্বাচন করবেন?
না। তবে ভোট দেব, প্রিয় প্রার্থীদের সমর্থনে কাজও করব। পরিচালক সমিতি আমার প্রাণের সংগঠন। আমার বাবা প্রয়াত নির্মাতা দীলিপ বিশ্বাসও এই সমিতির প্রতিনিধি ছিলেন। সেই দিক থেকেও একটা ভালোবাসা কাজ করে।
উপস্থাপনা ও পরিচালনার পর গানেও তো ব্যস্ত হয়েছেন। বেশ শো-ও নাকি করছেন...
শুরুতে ভাবিনি এতটা সাড়া পাব। শুধু গাওয়ার জন্যই মাঝখানে একবার আমেরিকায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। ঢাকায়ও বিভিন্ন জায়গা থেকে গানের শো আসছে। মজার ব্যাপার হলো, কোথাও উপস্থাপনার ডাক পেলেও দর্শক সব শেষে আমার কণ্ঠে গান শুনতে চায়। বিষয়টি দারুণ উপভোগ করি। আমার বাবার ক্যারিয়ার শুরু হয়েছিল প্যারোডি গায়ক হিসেবে। মা গায়ত্রী বিশ্বাসও খুব সুন্দর গান করেন। মূলত উপস্থাপনা ও পরিচালনার কারণে গান থেকে যখন দূরে সরে পড়ছিলাম তখন মায়ের উৎসাহেই গানে ফেরা। বলে রাখা ভালো, আমি কিন্তু ছোটবেলায় নিয়মিত গাইতাম।
সম্পর্কিত খবর
গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।
অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।
বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।