ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

চলচ্চিত্র

শেয়ার
চলচ্চিত্র
মাহিয়া মাহি ও আনিসুর রহমান মিলন

অনেক সাধের ময়না

অভিনয়ে মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, বাপ্পী চৌধুরী। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : কাজী জহিরের ময়নামতির [১৯৬৯] ময়না ও মতিকে নতুনভাবে পর্দায় এনেছেন পরিচালক।

ময়না গ্রামের সুন্দরী মেয়ে, মতি গ্রামের শিক্ষিত ছেলে এবং মনা গ্রামের এক সাধারণ এবং নির্বোধ ছেলে। তাদের ত্রিভূজ সম্পর্কের গল্প। এক সময় মতি ও মনা উভয়ের জীবন থেকে ময়না হারিয়ে যায়, তখন চারপাশের সব কিছুই বদলে যায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ময়না

শেয়ার
ময়না
‘ময়না’ গানচিত্রের দৃশ্য

মঙ্গলবার ইউটিউবে গানচিল মিউজিকের চ্যানেলে এসেছে নতুন গানচিত্র ময়না। গেয়েছেন কোনাল ও নিলয়। আসিফ ইকবালের কথায় গানের সুর-সংগীত আকাশ সেনের। এর মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শবনম বুবলী, তাঁর সঙ্গে আছেন শরাফ আহমেদ জীবন।

গল্প-সংলাপের সমন্বয়ে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

 

মন্তব্য
চলচ্চিত্র

আনন্দ অশ্রু

শেয়ার
আনন্দ অশ্রু
‘আনন্দ অশ্রু’ ছবির দৃশ্যে সালমান শাহ ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, কাঞ্চি। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : দেওয়ানবাড়ির ছেলে খসরু ভাবুক প্রকৃতির, গান লিখে নিজেই সুর করে।

বন্ধু ভাবনা তার প্রেমে পড়ে। ছোট চাচার হয়ে ইলেকশন করতে গ্রামে যায় খসরু। সেখানে পরিচয় হয় কিশোরী দোলার সঙ্গে। খসরু তার প্রেমে পড়ে।
এ অপরাধে খসরুর শরীরে ইনজেকশন দিয়ে পাগল করে দেয় তার চাচা, আর দোলাকে গ্রাম ছাড়া করে। শহরে একই হাসপাতালে দেখা হয় তাদের, খসরু রোগী আর দোলা নার্স।

 

 

 

মন্তব্য
অল্প কথায়

নতুন প্রেমে কেটি

শেয়ার
নতুন প্রেমে কেটি
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

এই তো মাস খানেক আগের কথা। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কে ইতি টানেন আমেরিকান সংগীত তারকা কেটি পেরি। মাস না ঘুরতেই ভেসে এলো তাঁর নতুন প্রেমের খবর। এবার মজেছেন রাজনীতিবিদের প্রেমে।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেই নাকি সেরেছেন মনের লেনাদেনা। দুজনকে একসঙ্গে দেখা গেছে ডিনার ডেটে। সম্প্রতি মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁদের খোশ মেজাজে গল্প করার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
রেস্তোরাঁর এক প্রতিনিধি বলেছেন, কেটি ও জাস্টিন দারুণ এক সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুব বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন।

একই দিন সকালে মন্ট্রিয়ালের মন্ট রয়্যাল পার্কেও হাঁটতে দেখা গিয়েছিল কেট-জাস্টিনকে। সঙ্গে ছিল গায়িকার পোষা কুকুরও।

যদিও আপাতত দুজনেই রয়েছেন চুপ। তবে দুই-দুই চার মেলাতে ভুল করছেন না ভক্তরা। কেটির মতো জাস্টিনও সিঙ্গেল। ২০২৩ সালের আগস্টে সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।

 

মন্তব্য
টিভি হাইলাইটস

প্রযুক্তি এখন

শেয়ার
প্রযুক্তি এখন

বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে প্রযুক্তিবিষয়ক আয়োজন টেক নাউ। আজকের পর্ব স্পেনের বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জা নিয়ে। প্রায় দেড় শ বছর আগে শুরু হয়েছিল এর নির্মাণ, এখনো সম্পন্ন হয়নি। বর্তমান প্রযুক্তির সহযোগিতায় স্থাপনাটি সম্পূর্ণ করা সম্ভব কি না, তা উঠে এসেছে আজকের পর্বে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ